বিনোদন ডেস্ক : নুসরাত জাহানের এক একটি শাড়ি লুক সবাইকে মুগ্ধ করে। কখনও পশ্চিমী পোশাক পরে নুসরাত জাহান সবাইকে মুগ্ধ করেন। আবার কখনও শাড়িতেও সবাইকে মুগ্ধ করেন তিনি। আসলে এই অভিনেত্রী যখনই পোশাক বেছে নেন, তখনই গুরুত্ব দেন স্টাইলিংয়ে। কোনও পার্টি হোক, অ্যাওয়ার্ড শো কিংবা ওয়েডিং ফাংশন হোক, প্রত্যেক অনুষ্ঠানেই নুসরাত জাহান এত সুন্দর করে সেজে যান যে, তাঁর দিক থেকে নজর সরানোই প্রায় মুশকিল হয়।
আশপাশের সবার থেকে মুহূর্তেই লাইমলাইট কেড়ে নিতে পারেন তিনি। যে কোনও ধরনের পোশকেই নুসরাত জাহানের সৌন্দর্য দেখে প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর অনুরাগীরা। আর কয়েকদিন পরেই শুরু হবে বিয়ের মরশুম। নিমন্ত্রণে কী ধরনের শাড়ি পরব, সেই নিয়ে চিন্তা থাকে সকলের। আজ নুসরাত জাহানের ৫টি এমন শাড়ি লুক নিয়ে আলোচনা করব আমরা যার থেকে সহজেই পেতে পারেন ফ্যাশন টিপস। দেখে নিন পর পর…
নুসরাত জাহানের এই শাড়িটি ছিল লিলাক শেডের। ‘SOHA BY HARLEEN AND SONA’ -এর কালেকশন থেকে নেওয়া হয়েছে। শাড়িটি হ্যান্ড ক্রাফ্টেড। হ্যান্ড এমবেলিশমেন্টও নজর কেড়েছে। লিলাক মনোটোনের উপর অসাধারণ সিকুইন কাজটি আলাদা করে নজর কেড়েছে। শাড়ির পাড়েও সিকুইন কাজ করা হয়েছে।
অভিনেত্রী প্রি-ড্রেপ শাড়িটির সঙ্গে একই রঙের সিকুইন ব্লাউজ পরেছেন। মনোক্রম্যাটিক ব্লাউজ এই লুকের অন্যতম আকর্ষণ ছিল। ব্লাউজে ডিপ ভি নেকলাইন দেওয়া হয়েছে। আপনি শাড়িতে আধুনিক লুক তৈরি করতে চাইলে, এই ধরনের লিলাক শাড়ি পরতেই পারেন। কিন্তু ট্র্যাডিশনাল শাড়িও পরতে পারেন কোনও বিবাহ অনুষ্ঠানে। আর সে জন্যই নুসরাত জাহানের এই লুক থেকে পরামর্শ নিতে পারেন আপনি।
গোলাপি সিল্ক শাড়ি
গোলাপি রঙের হ্য়ান্ড ব্লক প্রিন্টের পিওর সিল্কের শাড়ি পরেছিলেন নুসরাত জাহান। এর সঙ্গে একটি গোলাপি রঙের কাট আউট স্লিভের ব্লাউজ পরেছিলেন তিনি। ভারী রুপোলি গয়নায় অপূর্ব দেখাচ্ছিল নুসরাতকে। বিয়ে বাড়িতে এই ধরনের পিওর সিল্কের শাড়ি যেমন আপনি পরতেই পারেন, আধুনিক ধাঁচেও নিজের লুকটি স্টাইল করতে পারেন। তবে যে কোনও বাঙালি বিবাহ অনুষ্ঠানেই বেশ গুরুত্ব পায় বেনারসি শাড়ি। নুসরাত জাহানের এই বেনারসি শাড়িটি দেখে মুগ্ধ হতেই হয়।
বেনারসিতে অপরূপা…
এই শেডের বেনারসিতে চমৎকার দেখাচ্ছে তাঁকে। বিয়ের অনুষ্ঠানে এরকম একটি শাড়ি পরে যেতে পারেন আপনিও। তার সঙ্গে এরকম ভেলভেট ব্লাউজও পরতে পারেন। সব মিলিয়ে দুর্দান্ত দেখাবে আপনাকেও। লুকটি সম্পূর্ণ করার জন্যে খোঁপা করেছিলেন অভিনেত্রী। জুঁইয়ের মালায় খোঁপা সাজিয়েছিলেন। তাঁকে দেখে মুগ্ধ হয়েছিলেন সবাই। তবে শুধু এই একবারই নয়, এর আগেও বেনারসি শাড়িতে সেজে সবাইকে মুগ্ধ করেছিলেন নুসরাত জাহান। সেই লুকটিও ছিল অসাধারণ।
নীল শাড়িতে…
নুসরাত জাহান একটি রয়্যাল ব্লু রঙের বেনারসি শাড়ি পরেছিলেন। যার উপরে রুপোলি জরিতে ফুটিয়ে তোলা হয়েছিল অসাধারণ মোটিফ। পাড়ের এবং আঁচলের ডিটেলিংও ছিল দেখার মতো। এর সঙ্গে তিনি একটি নীল রঙের ব্লাউজও পরেছিলেন। যা তাঁর লুককে মনোক্রম্য়াটিক টাচ দেয়। অপূর্ব দেখাচ্ছিল অভিনেত্রীকে। সুন্দর খোঁপায় তাঁর লুকটি সম্পূর্ণ করেছিলেন তিনি। খুব ভালো দেখাচ্ছিল তাঁকে। নুসরাত জাহানের এই শাড়িটি একদমই সবার থেকে আলাদা। এই অপূর্ব শাড়িটি বারবার সবার নজর কাড়ে। তাই যখনই আমরা অভিনেত্রী এই লুকটি ফিরে দেখি, মুগ্ধ হতে হয়।
ড্র স্ট্রিং শাড়িতে নুসরাত জাহান
এরকম একটি শাড়ি পরে স্টাইল করতে পারেন আপনিও। জর্জেট ফ্যাব্রিকের অপূর্ব একটি সাদা শাড়ি পরেছিলেন তিনি। এই সম্পূর্ণ শাড়িতে ড্র স্ট্রিং ডিটেলিং প্রকাশ্যে এসেছিল। আঁচলেও ছিল এই ডিটেলস। এদিকে শাড়ির উপরে থ্রিডি ফ্লোরাল মোটিফ ফুটিয়ে তোলা হয়েছিল। এই শাড়ির সঙ্গে একইরকম অপূর্ব একটি ব্লাউজ পরেছিলেন তিনি। যাতে হল্টার নেকলাইন দেওয়া হয়েছিল। এতেও থ্রিডি ফ্লোরাল মোটিফ দেওয়া হয়েছিল। ঈশানী জয়সওয়ালের থেকে এই শাড়িটি নিয়েছিলেন নুসরাত। এই ৫ লুকের মধ্য়ে কোনটি আপনার সবথেকে বেশি ভালো লাগল? জানাতে ভুলবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।