বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় গতকাল একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন নুসরাত। সেখানে ফুলেল ব্রালেট আর ইঁটরঙা পোশাকে নজর কাড়ছেন নুসরাত। সেই ছবিতে যশের মন্তব্য, ‘ঝলমলে এবং আকর্ষণীয় আমান্ডা’
গরমের পোশাকে সোশ্যাল মিডিয়ায় আলো ছড়াচ্ছেন নুসরাত জাহান। তাঁর আবেদনে যখন ঘায়েল নেটদুনিয়া, তখন সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে নুসরাত এর ছবিতে যশ দাশগুপ্তের মন্তব্য।
সোশ্যাল মিডিয়ায় গতকাল একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন নুসরাত। সেখানে ফুলেল ব্রালেট আর ইঁটরঙা পোশাকে নজর কাড়ছেন নুসরাত। সেই ছবিতে যশের মন্তব্য, ‘ঝলমলে এবং আকর্ষণীয় আমান্ডা’। আর সেই মন্তব্যের পাল্টা নুসরাত লিখলেন, ‘ধন্যবাদ জাকির স্যর’। প্রসঙ্গত এই দুটি নুসরাত ও যশ অভিনীত চরিত্রের নাম। ‘এসওএস কলকাতা’ ছবিতে এই দুই চরিত্রে অভিনয় করেছিলেন যশ ও নুসরাত। শোনা যায়, এই ছবি থেকেই প্রেমের শুরু যশ ও নুসরাত এর। তাঁরা ছাড়াও এই ছবিতে ছিলেন মিমি চক্রবর্তী ও এনা সাহা।
সোশ্যাল মিডিয়ায় এখন নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা নুসরাত ও যশ। কিন্তু তাঁদের একরত্তি ঈশানের ছবি প্রকাশ করেননি তাঁরা। কিছুদিন আগেই বিদেশ সফরে গিয়েছিলেন যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। বিদেশ থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। ফ্লোরাল পোশাকে ঝলমল করছেন নুসরাত। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা।
কিছুদিন আগে নুসরাত এর একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কোমরে শাড়ির আঁচল গোঁজা, টান করে বাঁধা চুল, দায়িত্ব নিয়ে কালীপুজোর ভোগ রান্নায় ব্যস্ত তিনি। কে? উত্তরটা স্পষ্ট ভাইরাল ভিডিওতেই। তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহান। কয়েক সপ্তাহ আগেই যাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল বসিরহাট জুড়ে, তিনি এখন স্বমহিমায় হাজির নিজের অঞ্চলে।
সূত্রের খবর, বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় নিমন্ত্রিত ছিলেন নুসরাত। পুজো উদ্বোধনের জন্যই আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। পরিপাটি শাড়ি সাজে সেখানে পৌঁছেও যান নুসরাত। তবে কেবল উদ্বোধন নয়, হাত লাগান ভোগ রান্নাতেও। বিশাল কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে নুসরাত এর প্রশ্ন, পেরেছি? সঙ্গে সঙ্গে রান্নায় যোগ করা হয় মশলাও। ঘিরে থাকা তৃণমূল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, নুসরাত এর ব্যবহারে আপ্লুত সবাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।