নুসরাত অবশেষে হিরো আলমের কাছেই ফিরলেন

হিরো আলম ও নুসরাত

বিনোদন ডেস্ক : অবশেষে সব জল্পনা- কল্পনার অবসান ঘনিয়ে হিরো আলমের কাছেই ফিরলেন নুসরাত। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন ওঠে।

হিরো আলম ও নুসরাত

নুসরাতও জানিয়েছিলেন হিরো আলমের সঙ্গে আর ঘর করতে চান না তিনি। এই সময় হিরো আলমকে রিয়ামণি নামে এক মডেলের সঙ্গে বিভিন্ন স্টেজশো’তে পারফর্ম করতে দেখা যায়। অন্যদিকে নুসরাতও অন্য এক যুবকের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

তবে ঘর ভাঙার গুঞ্জন উড়িয়ে দিয়েই হিরো আলমের কাছে ফিরলেন নুসরাত। দীর্ঘদিন পর নিজের স্টুডিও একসঙ্গে ডুয়েটে কণ্ঠ দিয়েছেন হিরো আলম ও নুসরাত। দর্শক-শ্রোতাদের জন্য এই ডুয়েট চমক হবে বলে বিশ্বাস এই জুটির।

সুন্দরী বউ থাকতেও কেন পুরুষরা অন্যের প্রেমে মজেন

এ বিষয়ে হিরো আলম বলেন, নুসরাত আমার কাছে ফিরেছে আমি তাতে অনেক খুশি।