এনভিডিয়া পরীক্ষা চালাচ্ছে আরটিএক্স ৪০ সিরিজের

এনভিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কভিড-১৯ মহামারী-পরবর্তী সময়ে গেমারদের চাহিদা বিবেচনায় আরটিএক্স ৪০ সিরিজের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনভিডিয়া। খবর গ্যাজেটস নাউ।

এনভিডিয়া

বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে কম্পিউটার যন্ত্রাংশের উৎপাদন ও বাজারজাতে বিরূপ প্রভাব পড়েছে। এসব যন্ত্রাংশের মধ্যে গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) মূল্যও বর্তমানে নাগালের বাইরে। এর মধ্যেই পরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

উইন্ডোজ সেন্ট্রালের তথ্যানুযায়ী, সম্প্রতি পরিচিত তথ্য ফাঁসকারীর এক টুইট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে টুইটে নির্দিষ্ট কোনো গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) কথা উল্লেখ করা হয়নি। প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকদের ধারণা, এটি প্রতিষ্ঠানটির আসন্ন উচ্চক্ষমতার ৪০ সিরিজের জিপিইউ হতে পারে। বিশেষজ্ঞদের আশা চলতি বছরের কোনো এক সময়ে আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ বাজারজাত করা হতে পারে।

এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের জিপিইউ আর্কিটেকচারটিকে আডা লাভলেইস নাম দেয়া হতে পারে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও গুঞ্জন সত্য হলে আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউগুলো বর্তমানে বাজারের সবচেয়ে সেরা গ্রাফিকস কার্ড হবে।

জয়া আহসানে মুগ্ধ হয়ে যা বললেন ইরানি নির্মাতা

আরটিএক্স ৪০ সিরিজের জিপিইউ তৈরিতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) ৫ ন্যানোমিটারের প্রসেস নড ব্যবহার করা হবে বলে আগে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে। ৫ ন্যানোমিটারের প্রসেস নড ব্যবহারের মাধ্যমে এনভিডিয়া আরটিএক্স৩০ সিরিজের জিপিইউ তুলনায় বাজারে আরো বেশি প্রভাব ফেলতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের।