বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অজয়-কাজল কন্যা নিশা দেবগন। প্রায় সময়ই বন্ধুদের সঙ্গে নানান পার্টি ও অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচনায় থাকছেন এই স্টারকিড। এবার প্রেমে মজেছেন তিনি।
তারকা দম্পতির মেয়ে হওয়ায় নিশার ব্যক্তিগত জীবনকে ঘিরেও নেটিজেনদের ব্যাপক আগ্রহ চোখে পড়ার মতো। কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, বাবা-মায়ের মতো অভিনয়ে পা রাখবেন কি না? এমনি নানা প্রশ্ন উঁকি দেয় তাদের মনে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, বেদান্ত মহাজন নামক এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন নিশা। তার সঙ্গে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায় এই তারকা দম্পতির কন্যাকে। এমনকি নিজেদের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামেও পোস্ট করতে দেখা গেছে নিশাকে। এরপর থেকেই নিশা-বেদান্তের প্রেমের গুঞ্জন উঠেছে।
বেদান্ত মহাজন একটি ইভেন্ট কোম্পানির সহপ্রতিষ্ঠাতা। বর্তমানে ২৫ বছর বয়সী বেদান্ত ইউনিভার্সিটি অব লন্ডন থেকে মাস্টার্স করছেন।
অন্যদিকে, বর্তমানে পড়ালেখার সুবাদে সুইজারল্যান্ডে অবস্থান করছেন নিশা। সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অব সাউথ ইস্ট এশিয়া থেকে লেখাপড়া শেষ করে সুইজারল্যান্ডে উচ্চতর ডিগ্রি নিচ্ছেন এই তারকা দম্পতি কন্যা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।