গ্ল্যামার দুনিয়ায় উত্তাপ ছড়ালেন কাজলের মেয়ে নাইসা, এবার কি বলিউড?

বিনোদন ডেস্ক: বলিউডে স্টারকিডদের এখন চারদিকে রমরমা। একের পর এক তারকার সন্তানরা দাপিয়ে বেড়াচ্ছেন ইন্ডাস্ট্রিতে। তার সঙ্গে পরিচালক করণ জোহরও স্টারকিডদের বলিউডে অভিষেকের ক্ষেত্রে প্রত্যক্ষ ভাবে সাহায্য করেন, এ কথা নিজেই বলে থাকেন করণ। সম্প্রতি কাজল ও অজয় দেবগণের মেয়ে নাইসা দেবগণকেও (Nysa Devgn) দেখা গেল গ্ল্যামারের দুনিয়ায়। বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার হয়ে ফটোশ্যুট করলেন নাইসা। (Nysa Devgn)

কয়েকদিন আগেই এই কাজ করতে দেখা গিয়েছিল শাহরুখ খানের মেয়ে সুহানা খানকে। মণীশের ফ্যাশন আইকন হয়ে ফটোশ্যুট করেছিলেন সুহানা। এবার একই পথে দেখা যাচ্ছে নাইসাকে। আর তাতেই ভক্তদের প্রশ্ন, তবে কি নাইসাও এবার মা-বাবার মতোই অভিনয়ে পা রাখতে চলেছেন? হাই স্লিট গাউন পরে নাইসা পোজ দিয়েছেন ক্যামেরায়, যেন পরিচিত কোনও গ্ল্যামার-কন্যা। মিনিমাল মেক-আপে নজর কেড়েছেন নাইসা। (Nysa Devgn)

ভক্তরা এই ছবি দেখে অনেকেই লিখেছেন, তবে কি অভিনয় জগতে পা রাখছেন কাজলের মেয়ে? অনেকে আবার নাইসার মুখে কাজলের মিল পাচ্ছেন। কেউ আবার বলেছেন, চোখ একেবারে বাবা অজয় দেবগণের মতো। তবে নাইসার রূপ যে ভক্তদের মন জয় করেছে তা আর বলার অপেক্ষা রাখে না। ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মণীশ মালহোত্রা শেয়ার করেছেন নাইসার ফটোশ্যুটের ছবি।

নাইসার সঙ্গে ফটোশ্যুট করেছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরও। জাহ্নবী নিজেই সেই সব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ২০০৩ সালে জন্মেছেন কাজল ও অজয় দেবগণের মেয়ে নাইসা। তাঁদের দ্বিতীয় সন্তান পুত্র, তার নাম যুগ। নাইসা বিদেশে পড়াশোনা করেছেন। তবে অভিনয়ে যোগ নিয়ে এখনও নিশ্চিত কোনও খবর নেই বলিউডে।

সূত্র: নিউজ১৮

বাংলাদেশের যে গ্রামে চাইলেই চুক্তিতে বউসহ সব কিছুই ভাড়ায় পাওয়া যায়!