ছোটপর্দা থেকে বড়পর্দা—দুই প্ল্যাটফর্মেই নিজের অভিনয় গুণে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। পর্দার চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনি সরব ও স্পষ্টভাষী।

সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সরব ভাবনা। নিয়মিত ছবি ও নিজের ভাবনার টুকরো এ মাধ্যমে প্রকাশ করে থাকেন। ফলে অনেক সময় কটাক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রী। এবার ‘অকৃতজ্ঞদের’ নিয়ে নিজের অবস্থানের জানান দিলেন ভাবনা।
শুক্রবার (৭ নভেম্বর) ভাবনা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “আপনি যতই দয়ালু, যত্নশীল বা উদার হোন না কেন, একজন অকৃতজ্ঞ মানুষের জন্য তা কখনোই যথেষ্ট হবে না। আপনি কখনো অকৃতজ্ঞ একজন মানুষকে সন্তুষ্ট করতে পারবে না।”
খানিকটা ব্যাখ্যা করে ভাবনা বলেন, “অকৃতজ্ঞ মানুষদের সাহায্য করা বন্ধ করুন। কারণ আপনি যতবারই তাদের পাশে দাঁড়ান না কেন, তারা একসময় তাদের কুৎসিত মুখ আপনার সামনে প্রকাশ করবে। নিজেকে এমন মানুষদের সঙ্গে রাখুন, যারা আপনার প্রচেষ্টাকে মূল্য দেয় এবং আপনার সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।”
ভাবনার এসব চিন্তাকে নেটিজেনদের একটি অংশ সমর্থন করেছেন, কেউ কেউ বরাবরের মতো আক্রমণ করে মন্তব্য করেছেন। তানিন নামে একজন লেখেন, “একদম ঠিক বলেছেন। কৃতজ্ঞতা না থাকলে কোনো সম্পর্কই টিকে না। এখন বুঝি সবাইকে নয়, শুধু যারা সত্যিকারের মূল্যায়ন করে, তাদের জন্যই সময় ও ভালোবাসা দেওয়া উচিত।” হামিম লেখেন, “কথাগুলো বাস্তব।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



