বিনোদন ডেস্ক : গত ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমার প্রচারণায় ঈদের আগেই মুক্তি দেওয়া হয়েছিল এই সিনেমার গান ‘ও প্রিয়তমা’। এরপরই কণ্ঠশিল্পী বালাম আর কোনালের গাওয়া এই গানটা পায় দর্শকপ্রিয়তা। দর্শক যে এই গান কে পছন্দ করেছে তা বুঝা যায় গানের ভিউ দেখলেই।
মাত্র তিন মাসে দুটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই গানটি শোনা হয়েছে ১০০ মিলিয়নবার। অর্থাৎ গানটি পৌঁছে গেছে ১০ কোটির ক্লাবে। জানা যায়, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার কোনো গান এতো কম সময়ে ১০০ মিলিয়ন হয়নি!
ইউটিউব চ্যানেল টাইগার মিডিয়া ৮ কোটি ১৮ লাখ এবং দ্য অভি কথাচিত্র ১ কোটি ৯০ লাখের বেশি দেখা হয়েছে। শুধু তাই নয়, ‘ও প্রিয়তমা’ গানটির মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমার গান জায়গা করে নেয় গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ, যা টানা দেড়মাস ছিল।
‘ও প্রিয়তমা’ লিখেছেন আসিফ ইকবাল, সুর সংগীত করেছেন আকাশ সেন। গানটিতে কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বালাম। যিনি এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফিরেছেন। রোম্যান্টিক ধাঁচের এ গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার ইধিকা পাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।