মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, ওবামা তার দায়িত্বের মাত্র কয়েক মাসের মাথায় এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছিলেন ‘কিছুই না করার জন্য’।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’
উল্লেখ্য, ২০০৯ সালে ওবামা তার প্রথম মেয়াদের মাত্র আট মাস পূর্ণ করার সময়ই এই পুরস্কার পান, যা সেসময়ও অনেককে হতবাক করেছিল এবং নানা আলোচনার জন্ম দিয়েছিল।
এদিকে, ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং ‘আটটি যুদ্ধ’ শেষ করার ক্ষেত্রে নিজের কৃতিত্বের কথা তুলে ধরেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি, যা আগে কখনও হয়নি।’
ভারতের কোন দ্বীপে গেলে কেউ আর বেঁচে ফেরে না? জানলে অবাক হবেন
তবে তিনি দাবি করেছেন, তিনি এসব কাজ কোনো পুরস্কারের জন্য করেননি। ট্রাম্প বলেন, ‘কিন্তু তাদের (নোবেল কমিটি) যা করার তাই করতে হবে। তারা যা-ই করুক না কেন, ঠিক আছে। আমি এটা জানি: আমি পুরস্কারের জন্য এসব করিনি, করেছি কারণ আমি অনেক জীবন বাঁচিয়েছি।’
সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।