অবিকল মানুষের ভাষায় কথা বলে তাক লাগাল পাহাড়ি টিয়া

পাহাড়ি টিয়া

জুমবাংলা ডেস্ক : সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হয়ে চলেছে। এককথায় বলতে গেলে ভাইরাল জিনিসটাই বর্তমান প্রজন্মের মানুষের কাছে একটি রসদ। প্রত্যেকেই চায় সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে সমাজে নিজেদের পরিচিতি গড়তে।

পাহাড়ি টিয়া

যার কারণে আট থেকে আশি প্রতিটি মানুষই বেঁছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। শুধু কি তাই মানুষের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন পশুপাখিদের নানারকম কর্মকাণ্ড। আর সেগুলো দেখার জন্য প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভিড় জমাচ্ছে আট থেকে আশি প্রত্যেকেই।

আমাদের মাঝে বহু পশুপ্রেমী মানুষ রয়েছেন। এমনকি অনেকে বাড়িতে কুকুর, বিড়াল, পাখি ও বাঁদরের মতো বিভিন্ন ধরনের পশুপাখি পোষেন। আর তাঁদের মালিকদের তাঁদের সাথে করা বিভিন্নরকম কর্মকাণ্ড প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।

এমনকি সেগুলো হয়ে উঠেছে এক শ্রেণীর মানুষের কাছে প্রথম পছন্দের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পশুপাখিদের ভিডিওগুলির মধ্যে নেট নাগরিকদের সবচেয়ে বেশি নজর কাড়ে পাখিদের কথা বলার ভিডিও। সম্প্রতি সেরকমই একটি নতুন ভিডিও নজর কাড়তে দেখা গেল সমস্ত নেটিজেনদের।

Old green parrot  is parrot ki age so shoking 17 years old green parrot talking

সাধারণত টিয়া, ময়না ও কাকাতুয়ার মতো পাখিদের মধ্যে মানুষের ন্যায় কথা বলার দক্ষতা দেখতে পাওয়া যায়। এমনকি কখনো কখনো দেখা যায় শালিক পাখিও মানুষের মতো কথা বলছে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও নতুন করে নজর কাড়লো সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীর। পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে এমন বহু বাড়ি রয়েছে যেখানে টিয়া পাখি পোষা হয়। আর তাঁদের মালিকেরা তাঁদের কথা বলতে শেখায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতেও প্রমাণ মিললো সেটারই‌। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছোট্ট টিয়াপাখি নিজের মালিকের সাথে ব্যাস্ত খুনশুটি করতে। পাখিটি পুরো মানুষের মতো করে তাঁর মালিকের সমস্ত কথা শুনছে ও বুঝছে।

বিদেশিদের জন্য বিরাট সুখবর দিলো সৌদি আরব

এমনকি মালিকের কথা মতো কাজও করছে টিয়াপাখিটি। আর এরূপ ভিডিও দেখে রীতিমতো তাক লেগে গিয়েছে প্রতিটি সাইবারবাসীর। এই কারণে এই ভিডিওটি বর্তমানে পৌঁছে গিয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষের কাছে।