আন্তর্জাতিক ডেস্ক : রূপকথার কত গল্পে আমরা শুনেছি, হিমালয়ের পাদদেশে আছে এমন এক দেশ সেখানে নাকি ডানাওয়ালা ঘোড়া এবং জলের নিচে যে মাছেরা থাকে তাদের ঘিরে নাকি কতগুলি আলো ঘোরাফেরা করে। সেই স্বপ্নের দুনিয়াটা খানিকটা চোখের সামনে এনেছিলেন জেমস ক্যামেরন তার ছবি ‘অবতারে’।
কিন্তু জানেন কি সেই স্বপ্নের দুনিয়ার মতই আমাদের দেশেও এমন কতগুলি জায়গা আছে যেখানে রাতের অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায় এবং সেই আলোতে ভিড় জমান পর্যটকেরা।
১) পশ্চিম জয়ন্তিয়া পাহাড়, মেঘালয়:
এই জঙ্গলে প্রবেশ করার পরেই স্থানীয় গাইডের আপনাকে টর্চ নিভিয়ে দেয়ার কথা বলবে। তার পরেই দেখতে পাবেন প্রকৃতির অনবদ্য জাদুর খেলা। চারিদিকে শুধু আলো আর আলো। তবে কোন জোনাকির আলো নয়, সেগুলি হল ইলেকট্রিক মাশরুমের আলো প্রকৃতির নিয়মে অন্ধকারে এই মাশরুমগুলো জ্বলে ওঠে।
২) পুরুষওয়ারি অরণ্য, মহারাষ্ট্র:
মহারাষ্ট্রের একটি আদিগ্রাম পুরুষওয়ারি, যেখানে গ্রীষ্মকালে রাতের বেলা লক্ষ লক্ষ জোনাকি জ্বলে ওঠে এবং এই আলো চোখের সামনে দেখে মুগ্ধ না হওয়ার কোন উপায় নেই। বিশেষ করে মে-জুন মাসে এই দৃশ্যটা আরো সুন্দর হয়ে ওঠে কারণ তখন তাদের প্রজননের সময়। প্রতিবছর জোনাকি উৎসব পালিত হয় এবং সেই আলো দেখতে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক ভিড় জমান।
৩) জুহু বীচ, মহারাষ্ট্র:
বলিউডের কারনে খুবই জনপ্রিয় জুহু বীচ। এই বীচ নাকি কখনো ঘুমায় না, সকাল হোক সন্ধ্যা বা রাত সব সময় হই হই। এখানে শুধু বৈদ্যুতিন আলো নয়, আরব সাগরের জলে বিন্দু বিন্দু নীল আলোয় ভেসে বেড়াতে থাকে এবং এই আলো না দেখলে পর্যটকদের জীবনে একটা ফাঁকা থেকে যায়। এই নীল বিন্দুগুলি হলো এক ধরনের জীবাণু, যা সূর্য ডোবার পরে সমুদ্রের চারিদিকে আছড়ে পড়ে।
৪) বেতালবাতিম বীচ, গোয়া:
রাতের অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে গোয়ার বেতালবাতিম সমুদ্রতট। এখানকার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হলো সাদা বালি, ডলফিন এবং সন্ধ্যায় সূর্য অস্ত আর রাতের প্রধান আকর্ষণ সমুদ্রের জলের আলো। সমুদ্রের কিছু জলজ প্রাণীর গা থেকে এই আলো জ্বলজ্বল করে ওঠে। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত পর্যটকেরা গোয়ায় ডিস্কো পাবে ব্যস্ত থাকেন।
৫) মাট্টু বীচ, কর্ণাটক:
কর্ণাটকের এই বীচে সাধারণত লোকে পিকনিক করতে যান। সূর্যাস্তের পর সৌন্দর্য আরও অপরূপ হয়। রাতের বেলা এই সমুদ্রতট ঝলমলিয়ে ওঠে। এখানেও সমুদ্রটি আরব সাগর এবং এই জলে এক ধরনের জলজ জীবাণু দেখা যায় যার ফলে রাতের বেলা জ্বলজ্বলে চেহারায় ভরে ওঠে প্রকৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।