জুমবাংলা ডেস্ক : সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মোবাইল ফোন দুদিন জব্দ রাখার পর ফিরিয়ে দিয়েছেন প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান।
দুদিন ধরে তল্লাশি চালিয়েও রাষ্ট্রবিরোধী কোনো কথোপকথন ও নিষিদ্ধ কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় বুধবার দুপুরে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়েছে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে ‘স্ব-চিন্তন’ নামক একটি পাঠ প্রস্তাবনার মোড়ক উন্মোচনের আয়োজন করে একদল শিক্ষার্থী। আয়োজন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ এনে ৪৭ ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেলের ব্যক্তিগত মোবাইল ফোন পাসওয়ার্ডসহ জব্দ করেন।
এ ছাড়া আরিফ আগে থেকে ‘গণতন্ত্র মঞ্চ’ ও ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র সঙ্গে যুক্ত থাকায় প্রক্টরিয়াল বডি তাকে জেরা করে। পরে দুদিন জব্দ করে রাখার পর বুধবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে আরিফের মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়। এ সময় মোবাইলে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার কোনো তথ্যপ্রমাণাদি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন প্রক্টর।
প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, গত সোমবার মোড়ক উন্মোচন করার সময় আমরা সেখানে উপস্থিত হই। এ সময় তাদের বক্তব্যে কিছু শব্দ উঠে আসে, যেগুলো আপাত বিচারে সরকার ও রাষ্ট্রবিরোধী বলে মনে হয়েছে। তাই আমরা তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল ফোনটি নিয়ে আসি।
বিতর্কিত শব্দ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে আরিফ সোহেল বলেন, আমাদের পাঠ প্রস্তাবনায় ‘আজাদী’, ‘জাহেলিয়াত’, ‘হুকুমাত’ শব্দগুলো থাকায় প্রশাসন আপত্তি জানায়। একপর্যায়ে জেরা শেষে তারা আমার ফোনটি নিয়ে নেয়।
কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত মোবাইল ফোন বিশ্ববিদ্যালয় প্রশাসন চেক করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে করা যায় না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এটি করতে হয়েছে। তবে তার মোবাইল চেক করে আমরা এমন কিছু পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।