বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান আগামী ঈদেও আনছেন নতুন ছবি। পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ। খবর রটেছে—এই ছবিতে শাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের মধুমিতা সরকারকে। আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
ছবিতে ‘পিচ্চি হান্নান’ চরিত্রে মোশাররফ করিম, ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে শাকিব খান, আর প্রধান নারী চরিত্রে মধুমিতা—এমন একটি ফ্যানমেইড ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। সেই পোস্টটি শেয়ার করে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার লেখেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’
দীপার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
একজন মন্তব্যকারী হৃদয় সাহা, তিনি লিখেছেন, ‘কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবুও তাদের প্রোডাকশনে জয়া আহসান, নুসরাত ফারিয়াদের কেন নেওয়া হয়?’
অন্যদিকে, এমডি সুজন মল্লিক মন্তব্য করেছেন, ‘শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার ফিমেলরাই অনেক সময় এগিয়ে থাকে। রাজ্জাকসহ অনেকেই তো কলকাতায় কাজ করেছেন।’
তথ্য যাচাই করে জানা গেছে, সিনেমার শিরোনাম বা নায়িকা কেউই এখনও চূড়ান্ত হয়নি। তবে পরিচালক ও শাকিব খান দু’জনই নিশ্চিত করেছেন—তাঁরা আসন্ন ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel