সুয়েব রানা, সিলেট : বুধবার (১ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির গোয়াইনঘাট দমদমিয়া ও বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা নামক স্থানে ভারতীয় দুই নাগরিককে আটক করা হয়।বিজিবির কাছে জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছে।
তারা হলেন- ভারত শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার ওয়ামলিংক গ্রামের মৃত কয়াইত এর ছেলে ব্রোমিং ষ্টার (৩২) অপরজন বাংলাবাজার বিওপি এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা নামক স্থানে ভারত শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার, সাইগ্রাম থানার বার্মন টিলা গ্রামের মৃত গোমারু এর ছেলে লোকাস (৫৫)।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি এ তথ্য নিশ্চিত করে জানান, এ দুই ভারতীয় নাগরিক গোয়াইনঘাট দমদমিয়া ও বাংলাবাজার বিওপির সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছিলেন। এ সময় তাদের আটক করা হলে তারা ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে সীমান্ত দিয়ে ভারতীয় অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল বলেন, দুই ভারতীয় নাগরিক আটকের খবর পেয়েছি। বিজিবি হস্তান্তর করলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।