খেলাধুলা ডেস্ক : দারুণ ফর্ম ধরে রেখে কিলিয়ান এমবাপ্পে করলেন জোড়া গোল। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।
মাত্র ২৫ সেকেন্ডে গোল হজম করে রিয়াল। সান্দ্রোর ক্রস থেকে ফ্যাবিও সিলভা জাল কাঁপিয়ে স্বাগতিকদের চমকে দেন। সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। ১৮তম মিনিটে রদ্রিগো বক্সের মধ্যে ফাউল হলে পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপ্পে।
৩৩ মিনিটে ব্রাহিম দিয়াজ লিড এনে দেন। তার ৩ মিনিট পর রদ্রিগোর ক্রসে এমবাপ্পের দ্বিতীয় গোলে প্রথমার্ধে ৩-১ এ এগিয়ে যায় রিয়াল।
ম্যাচ ঘড়ি এক ঘণ্টাতে যাওয়ার আগে রদ্রিগো চতুর্থ গোল করেন। প্রায় আধঘণ্টা প্রতিপক্ষকে ১০ জনের পেয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল।
৬৪তম মিনিটে লুকাস ভাসকেজকে পা দিয়ে খুঁচিয়ে লাল কার্ড দেখেন বেনিতো রামিরেজ।
সাভারে হত্যা মামলার সাক্ষীসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছেন আসামি
এই জয়ে আটলেটিকো মাদ্রিদকে টপকে শীর্ষে উঠে গেলো রিয়াল। ৪৬ পয়েন্ট তাদের। দুই পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে নগর প্রতিদ্বন্দ্বী। তিনে থাকা বার্সেলোনা ৭ পয়েন্ট পেছনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।