স্পোর্টস ডেস্ক : কোনো না কোনো পর্যায় গিয়ে ক্রীড়াবিদদের ক্যারিয়ারের ইতি টানতে হয়। বিরাট কোহলি তা বেশ ভালোভাবেই বোঝেন। তবে কবে অবসর নেবেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি এই ব্যাটার। তবে খেলা ছাড়ার পর অনেকটা সময়জুড়েই নিভৃতে থাকবেন তিনি।
বৃহস্পতিবার কোহলি এমনটাই জানালেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে।
ভিডিওবার্তায় কোহলি বলেন, ‘যতদিন ক্রিকেট খেলে যাব, নিজের সেরাটা দিয়েই খেলব। যখন ছেড়ে দেব তখন আপনারা আমাকে অনেক দিনের জন্য ক্রিকেটে দেখবেন না।
নিজের হার না মানা মানসিকতা নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এই বিষয়টা খুব সহজ। খেলোয়াড় হিসেবে আমার ক্যারিয়ারের শেষ আছে। কোনো আফসোস নিয়ে ক্যারিয়ার শেষ করতে চাই না। কারণ সারাজীবন তো আর খেলে যেতে পারব না। আসল কথা হলো— অসমাপ্ত কাজ রেখে না যাওয়া। তা না হলে অনুশোচনায় ভুগতে হয়। আমি নিশ্চিত, আমাকে ভুগতে হবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।