বিনোদন ডেস্ক : কাকে বিয়ে করছেন চিত্রনায়িকা পূজা চেরি, এবার এ বিষয়ে পরিষ্কার তথ্য জানালেন অভিনেত্রী। সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে পূজার বিয়ে নিয়ে তথ্য ভাইরাল হয়েছে। যা জেনে অবাক হয়েছেন নেটিজেনরা।
ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে সর্বশেষ প্রেমের গুঞ্জন উঠে চিত্রনায়িকা পূজা চেরির। আর তাই বারবারই এ অভিনেত্রীর সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গ চলে এসেছে। জানতে চাওয়া হয়েছে, কবে তিনি বিয়ে করছেন, বিয়ের পাত্র কে ইত্যাদি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা এ নিয়ে একটি দেশীয় টিভি চ্যানেলে কথা বলেছেন। পূজা জানিয়েছেন, পর্দায় কোনো নায়কের সঙ্গে অভিনয়ের পরই প্রেমের গুঞ্জন উঠে। এর মানে হলো পর্দায় আমরা ভালো কাজ করেছি। সিনেমায় জুটি হয়ে কাজ করলে প্রেমের গুঞ্জন উঠাটাই স্বাভাবিক। তা নিয়ে বেশি ভাবলে কাজ বন্ধ করে বাসায় থালাবাসন মাজা উচিত।
পূজা আরও জানান, আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তাদের মনে জায়গা করে নিতে চাই। তাই আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। নিজের কাজ নিয়েই বেশি ভাবছি। তবে তার মানে এই নয় আমি বিয়ে করব না।
নিজের বিয়ে প্রসঙ্গে পূজা জানান, আমি কখনই মিডিয়ার কাউকে বিয়ে করব না। যখন বিয়ে করব তখন চলচ্চিত্রকে বিদায় জানাব। তাই বিয়ের আগে ভালো কিছু সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।
পূজার এমন মন্তব্যে অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে প্রিয় নায়িকার বিয়ের সঙ্গে সিনেমার অভিনয়কে বিদায়ের খবরে হতাশও হয়েছেন।
এই মুহূর্তে মাকে নিয়ে আমেরিকায় আছেন অভিনেত্রী। আমেরিকা থেকে ১০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার। দেশে ফিরেই কামরুজ্জামান রোমানের পরিচালনায় ‘লিপস্টিক’ সিনেমার শুটিং শুরু করবেন পূজা চেরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।