বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরেই আড়ালে আছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফর। গতকাল সোমবার অভিনেত্রীর খবর মেলে, তাও সুখবর দিয়ে। জানা যায়, চুপিসারে বিয়ে করেছেন তিনি। স্বামীর নাম সৈয়দ হক। এর বাইরে আর কিছুই জানা যায়নি। আর সেই খবরও মেলে সুজানার ইনস্টাগ্রামে একটি ভিডিও’র সুবাদে।
যেখানে দেখা যায়, স্বামীর সঙ্গে কেক কাটছেন এই অভিনেত্রী। আর কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড সৈয়দ’।
এরই মধ্যে কথা রটে- দুবাইয়ের শেখকে বিয়ে করেছেন সুজানা! বিয়ে প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে বিয়ে নিয়ে কথা মুখ খুলেছেন তিনি।
জানালেন, তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই গেল ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তারা। সৈয়দ হক দুবাই প্রবাসী আর পেশায় ব্যবসায়ী। প্রেমের নয়, এটি পারিবারিক বিয়ে। তবে তাদের পরিচয় সাত বছর ধরে।
মূলত, ইসলাম ধর্মের প্রতি অনুরাগী হয়ে ঠিক ৭ বছর আগেই দেশ ও মিডিয়া ছেড়ে প্রবাসী হন সুজানা। এরপর থেকে মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগ রাখেননি তিনি। দুবাইয়ের নাগরিকত্ব পাওয়ায় স্থায়ীভাবে সেখানেই বসবাস করেছেন বেশ ক’বছর ধরে। এবার সেখানেই শুরু করেছেন সংসার জীবনের নতুন অধ্যায়।
বিয়ের আনুষ্ঠানিকতা না করে দুবাই কোর্টে যাওয়া প্রসঙ্গে সুজানা বলেন, ‘ইসলামে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করার কথা কোথাও উল্লেখ নেই। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার। আমাদের দুই পরিবার বিষয়টি অবগত।’
বিয়ের পর হানিমুন না করে সুজানা বেছে নেন পবিত্র ওমরাহ হজ। তিনি জানান, তার ইচ্ছে ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। আর সেই ইচ্ছেই তিনি পূরণ করেছেন সম্প্রতি।
সুজানার কথায়, ‘বিয়ের দুদিন পর আমরা দুজনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।’
জুলাই-আগস্টে আন্দোলনে আহত শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত
উল্লেখ্য, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।