বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকেরও বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। এবার প্রযোজক হিসেবে চলচ্চিত্রে নতুন ইনিংস শুরু করলেন এই নায়িকা।
সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। চলচ্চিত্র নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। গত বুধবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ সময়ের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে অপু লিখেছেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই।’
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অপু আরো লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য, আশা করি সব সময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই আপনাকে পাশে পাবো। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’
‘লাল শাড়ি’ সিনেমার জন্য অপু বিশ্বাস সরকারী অনুদান পান। সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। সিনেমাটিতে অপু অভিনয়ও করবেন। তবে তার বিপরীতে কে অভিনয় করছেন এখনও জানা যায়নি।
শাকিব খানসহ ২০২১-২২ অর্থবছরে মোট ১৯ জনকে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।