অবশেষে একসঙ্গে পর্দায় ফিরছেন সব্যসাচী ও ঐন্দ্রিলা

সব্যসাচী ও ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক : বাংলা ধারাবাহিক জগতের এক জনপ্রিয় মুখ হলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে অভিনয়ের অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। কিছুমাস আগেই শেষ হয়েছে এই সিরিয়াল। আর তাই সিরিয়াল শেষ হওয়ার পরেই তার ভক্তরা তাকে ভীষণ মিস করছেন।

সব্যসাচী ও ঐন্দ্রিলা

তবে এবার দর্শকদের জন্য সুখবর। পর্দায় আবার ফিরছেন বামাক্ষ্যাপা। তার সঙ্গেই দেখা যাবে তার বাস্তব জীবনের প্রেমিকা ঐন্দ্রিলা শর্মা। ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠার পরেই এটাই অভিনেত্রীর প্রথম কাজ। যদিও এর আগে জি বাংলার দুই নন ফিকশন শো ‘দাদাগিরি’ ও ‘দিদি নং ওয়ান’-এ এসেছিলেন অভিনেত্রী। আর এবার ওয়েব সিরিজে কাজ করবেন অভিনেত্রী।

যদিও সব্যসাচীর বিপরীতে দেখা যাবে না অভিনেত্রীকে। এখানে সব্যসাচী একজন বিবাহিত ব্যক্তি। তার বিপরীতে কোনো নায়িকা নেই। এই ওয়েব সিরিজে অভিনয় করছেন সুমন্ত মুখার্জি, রজতাভ দত্ত, প্রীতম এবং পূজা সরকার। এই ওয়েব সিরিজটি দেখা যাবে ক্লিক ওয়েব প্ল্যাটফর্মে।

সিরিজটির পরিচালনা করছেন ‘কলকাতার হ্যারি’-র পরিচালক রাজদীপ ঘোষ। ইতিমধ্যেই শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র ডাবিং করতে হবে। এই সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঐন্দ্রিলা শর্মা।

বাংলার টপার হয়ে ডবল সেলিব্রেশনে মাতলেন ‘ধূলোকণা’ টিম

তাই এই জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্বিতীয়বারের মতো ক্যানসারকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ঐন্দ্রিলা। তাই এবার ধীরে ধীরে কাজে ফিরছেন তিনি।