অবশেষে স্বস্তির খবর ব্রাজিল ফুটবলে

ব্রাজিল ফুটবল দল

স্পোর্টস ডেস্ক : অবশেষে স্বস্তির খবর ব্রাজিল। দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে পদচ্যুত হওয়া সভাপতি এদনালদো রদ্রিগেস স্বপদে বহাল হওয়ার পর সিবিএফকে নিষেধাজ্ঞা দেয়ার পথ থেকে সরে এসেছে ফিফা।

ব্রাজিল ফুটবল দল

সোমবার ফিফার লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক এমিলিও গার্সিয়া জানান, ব্রাজিলের সুপ্রিট কোর্টের সিদ্ধান্তে রদ্রিগেসের নিজের পদে পুর্নবহালে ফিফা খুশি বলেও জানান তিনি। যেখানে ২০২২ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সিবিএফ এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন রদ্রিগেস। কিন্তু ওই নির্বাচনে ‘অনিয়মের দায়ে’ গত ৭ ডিসেম্বর রদ্রিগেসকে বহিষ্কারের নির্দেশ দেয় রিও দি জেনেইরো আদালত। একই সঙ্গে তার নিয়োগ দেয়া অন্য কর্মকর্তাদেরও বহিষ্কার করা হয়।

পরে রিও দে জেনেইরো কোর্ট অব জাস্টিস ব্রাজিলের সর্বোচ্চ ক্রীড়া সংস্থার প্রধান জোসে পের্দিসকে সিবিএফ- এর অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল এবং তার অধীনে ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথাও ওই রায়ে বলা হয়েছিল।

রদ্রিগেস সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। তবে সেখানেও আগের আদালতের রায় বহাল রাখা হয়। এরপরই ফিফার পক্ষ থেকে সিবিএফ-কে দেয়া হয় নিষেধাজ্ঞার হুমকি। তবে ফেডারেল সুপ্রিম কোর্টের রায়ে ২৮ দিন পর পদ ফিরে পান রদ্রিগেস।

পরকীয়া সম্পর্ক কারা বেশি উপভোগ করে ছেলে নাকি মেয়েরা?

এরপর সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে ব্রাজিলকে নিষেধাজ্ঞা দেওয়ার পথ থেকে সরে আসার কথা জানান গার্সিয়া।