বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স’ অকশনের তারিখ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। টুর্নামেন্ট শুরুর এক মাস আগেও নিলাম আয়োজনে ধারাবাহিক বিলম্ব ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করলেও, এবার বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছে যে নিলামের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে।

বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, বিপিএল প্লেয়ার্স’ অকশন ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর, রোববার, বিকেল ৩টা থেকে। রাজধানীর র্যাডিসন ব্লুর গ্র্যান্ড বলরুমে এই নিলামের মঞ্চ বসবে। এর আগে আগামী ২৩ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল গভর্নিং কাউন্সিল।
বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় নিশ্চিত করতে এবং একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও মানসম্মত নিলাম আয়োজনের প্রস্তুতি নিতেই বাড়তি সময় নেওয়া হয়েছে।
১২তম বিপিএলের প্রস্তুতিতে এই নিলামকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে গভর্নিং কাউন্সিল। এবার দলগুলো গড়ে উঠবে নিলাম-পদ্ধতিতে, যেখানে পছন্দের খেলোয়াড় দলে ভেড়ানোর দৌড়ে কৌশল, বাজেট আর পরিকল্পনার সমন্বয় থাকতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোও তাই নতুন তারিখ অনুযায়ী স্কোয়াড পরিকল্পনা চূড়ান্ত করার কাজ শুরু করে দিয়েছে।
গভর্নিং কাউন্সিল জানিয়েছে, নির্ধারিত দিনে তারা সব ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি, স্পনসর, পার্টনার এবং গণমাধ্যমকর্মীদের স্বাগত জানাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



