জুমবাংলা ডেস্ক : সরকারের গ্রেড-১ পদমর্যাদার দুই কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইফুল্লাহিল আজম এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) সালেহ আহমেদ মোজাফফরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হলো।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আবদুল হান্নান অবসরে যাচ্ছেন। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।