মোঃ সোহাগ হাওলাদার : ঢাকার ধামরাইয়ে মৎস চাষের জন্য পুকুর খনন করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে চরম বিপাকে পড়েছেন এক কৃষক। চাঁদা না দেওয়ায় পুকুর খনন কাজে বাধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে আসামীদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার দুপুর ধামরাইয় থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান এ বিষয়ে নিশ্চিত করেন।

অভিযুক্তরা হলেন , ধামরাই ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও দীঘলগ্রামের মৃত পরম আলীর ছেলে নাজিম দেওয়ান, ভাড়ারিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃত লতিফ দেওয়ানের ছেলে শফিক দেওয়ান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য ও পরম আলীর ছেলে পাগল বাচ্চু, হায়াত আলীর ছেলে দেলোয়ার হোসেন, মৃত কাসেমের ছেলে সানোয়ার হোসেন, সোনাম উদ্দিনের জাহাঙ্গীর আলম ও মৃত সুজন আলীর ছেলে আবু সাইদ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন নিজ জমিতে মাছ চাষের জন্য পুকুর খননের জন্য উপজলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেন। গত ৭ই ডিসেম্বর থেকে খননের কার্যক্রম শুরু করে। সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম দেওয়ান, শফিক দেওয়ান, পাগল বাচ্চু সহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয়।
পরে খনন কাজ চালু রাখতে হলে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে হত্যার হুমকি দিয়ে পথ রোধ করে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
ভুক্তভোগী জসিম উদ্দিন বলেন, ”অভিযুক্তরা জানিয়ে দিয়েছে, চাঁদা না দিলে আমাকে কোনো মতেই খনন কাজ করতে দেবে না। এমনকি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। আওয়ামীলীগ সরকার গেছে কিন্ত অনেক নেতাকর্মীরা মাঠে থেকে চাঁদা আদায় করছে। নিজের জমিতে পুকুর বানাবো সেখানে অনুমতি নিছি তবু এমন করতেছে। হুমকির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছি।”
এ বিষয়ে নিশ্চিত হতে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার ব্যাপারে জানান, “ভুক্তভোগী মো. জসিম উদ্দিন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



