বিশেষ প্রতিনিধি, ঢাকা : ভুমি দস্যু ও চাঁদবাজ নজরুল ইসলাম (৫২) বিভিন্ন সময় বাধা প্রদান। সাংবাদিক ইসমাঈল হোসাইন শামীমের নিজ জমিতে মাটি ভরাটের কাজে বাধা এবং চাঁদা না দিলে প্রকাশ্যে হত্যার হুমকি।

গাজীপুরের সদর থানাধীন দক্ষিণ বাউপাড়ায় নিজ জমিতে মাটি ভরাটের কাজে বাধা দেওয়া এবং চাদা না দিলে দৈনিক জনকণ্ঠ পত্রিকার উত্তরা প্রতিনিধি সাংবাদিক ইসমাঈল হোসাইন শামীমকে প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়, দক্ষিণ বাউপাড়া এলাকায় ভোগদখলীয় নিজস্ব জমিতে মাটি ভরাটের কাজ চলাকালে একই এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলাম (৫২) বিভিন্ন সময় বাধা প্রদান করে আসছিলেন।
ভুক্তভোগীর অভিযোগ, শনিবার ২০ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে জমিতে কাজ তদারকির সময় অভিযুক্ত নজরুল ইসলাম সেখানে এসে মারমুখী আচরণ করেন। এ সময় তিনি কাজ বন্ধ করার হুমকি দেন এবং প্রতিবাদ করলে
গালিগালাজসহ শারীরিকভাবে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নিলাফুলা করে হামলা চালান। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন ভুক্তভোগী।
জিডিতে আরও বলা হয়, স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করার আগে ভয়াবহ হুমকি দেন। তিনি সুযোগ পেলে গলা কেটে বা জবাই করে হত্যার পাশাপাশি লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে
ভুক্তভোগী জানান।
অভিযুক্তের লাগাতার হুমকির কারণে নিজের জান-মাল ও জমির নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগে রয়েছেন। ভবিষ্যতে যে কোনো ধরনের হয়রানি বা ক্ষয়ক্ষতির আশঙ্কায় বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
এব্যাপারে গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ বলেন থানায় জিডি হয়েছে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



