সাদাপাথর লুটের ঘটনায় বহুল সমালোচিত কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে অবশেষে সিলেট সদর কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
রোববার বিকালে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
তার স্থলাভিষিক্ত হয়েছেন মো. রতন শেখ। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত রয়েছেন। এর আগে তিনি শরীয়তপুর জেলার শিবচর থানার ওসি এবং ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
গেল ১৩ আগস্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও নজরদারির অভাবে লুটপাট হওয়া ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন দুদকের একটি প্রতিনিধি দল। লুটপাটের ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারকে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি এবং জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে প্রত্যাহার করা হয়।
সাদাপাথর লুটপাটের ঘটনায় দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওসি উজায়ের আল মাহমুদ আদনানসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের কমিশন গ্রহণ করে লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।