মানিকগঞ্জ প্রতিনিধি: ভাঙা পা নিয়ে নিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে অনন্য নজির স্থাপন করলেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ। ডিউটি ইবাদত সমতুল্য মনে করে ভাঙা পা নিয়েই নিয়মিত থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার ভাঙা পা। অসুস্থ অবস্থায় ছুটি না নিয়ে নিয়মিত থানার কার্যক্রম পরিচালনা করছেন পুলিশ বাহিনীর নিবেদিত এই কর্মকর্তা।
জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর ডান পায়ে মারাত্মক আঘাত পেয়ে পা ভেঙে যায় ওসি আমান উল্লাহ’র। এরপর চিকিৎসকের কাছে গিয়ে পায়ের ব্যান্ডেজ (প্লাস্টার) করান তিনি। টানা তিন সপ্তাহ ব্যান্ডেজ রাখা ও বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক। এমন অবস্থাতেও ছুটিতে না গিয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে ভাঙা পা নিয়েই নিয়মিত থানায় দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

থানায় কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ওসি আমান উল্লাহ স্যার সব সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। থানায় কর্মরত পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যদেরও ভালোবাসা ও আদর-মমতায় আগলে রাখেন তিনি। ওসি আমান উল্লাহ স্যার পুলিশ বাহিনীর গর্ব।
সেবাগ্রহীতারাও ওসি আমান উল্লাহর প্রশংসা করে বলেন, পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক নেগেটিভ ধারণা থাকলেও সদর থানার ওসি স্যার একেবারেই ব্যতিক্রম। তিনি সবসময়ই হাসিমুখে সেবাগ্রহীতাদের সেবা দেন।
ওসি আমান উল্লাহ বলেন, মানুষের সেবা করার ব্রত নিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছি। মানুষকে সেবা দেওয়া আমার কাছে ইবাদত সমতুল্য। সব সময়ই যেন মানুষের সেবা দিতে পারি এবং পুলিশ বাহিনীর সম্মান অক্ষুন্ন রাখতে পারি সকলের কাছে সেই দোয়া চাই।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, সদর থানার ওসি আমান উল্লাহ ভাঙ্গা পা নিয়েও নিয়মিত দায়িত্ব পালন করছেন। অন্যান্য সরকারি দপ্তরে এমন নজির খুব কম দেখা যায়। তার মতো অফিসার পাওয়া পুলিশ বাহিনীর জন্য গর্বের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



