বিনোদন ডেস্ক : গ্রামের নাম অচিনপুর। এই গ্রামেরই শিক্ষাপ্রতিষ্ঠান ‘প্রেমানন্দ কলেজ’। সেখানে লেখাপড়া তেমন হয় না, তবে প্রেম চলে। কলেজের মেয়েদের ইভটিজিং করে বখাটেরা। এই ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামেরই চার মেয়ে ‘ফিমেল ফাইটার্স’ নামে একটি দল গঠন করে। ইভটিজিংসহ সব ধরনের অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা।
একদিন প্রেমানন্দ কলেজে নতুন শিক্ষক আসে। নাম রাশেদ। গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় রাশেদকে ধরে বসে ফিমেল ফাইটার্স’র মেয়েরা। খুব জেরা করে, এতে রাশেদ বিব্রত হয়ে পড়ে। সে বলে, ‘আমি প্রেমানন্দ কলেজের নতুন বাংলার শিক্ষক।’ একথা শুনে লজ্জা পায় ফিমেল ফাইটার্সের চার মেয়ে। তারা রাশেদের কাছে ক্ষমা চায়। তবে ব্যাপারটা রাশেদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়।
এদিকে, রাশেদ ওঠে গ্রামের প্রভাবশালী শালিক খন্দকারের (শালিক খনকার) বাড়িতে। শালিক খন্দকার একাধারে গ্রাম প্রধান ও ইউনিয়ন চেয়ারম্যান। পাশাপাশি প্রেমানন্দ কলেজের গভর্নিং বডির প্রভাবশালী সদস্যও। তবে ফিমেল ফাইটার্সের মেয়েদের ওপর ক্ষুব্ধ তিনি।
অন্যদিকে, শালিক খন্দকারের ছোটবোন ময়না, গাধা কিসিমের ছাত্রী। এক সময় সে চাঁদনি, নাজমা, কালসি ও লাইলির ক্লাসমেট ছিল। বারবার ফেল করায় তাদের জুনিয়র হয়ে গেছে। শালিক খন্দকার তার ছোটবোন ময়নাকে খুব ভালোবাসেন। এমনই গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। আহমেদ শাহাবুদ্দীনের গল্পে এটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ।
‘অচিনপুর’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আনিকা কবির শখ, আ খ ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত, মাহমুদুল ইসলাম মিঠু, তারেক স্বপন, ওবিদ রেহান, মিলন ভট্টাচার্য, ম.আ.সালাম, সফিক খান দিলু, সিলভিয়া, স্নিগ্ধা শ্রাবণ, বিনয় ভদ্র, তানভির মাসুদ, আমিরুল ইসলাম, হেদায়েদ নান্নু, গুলশান আরা, ইমরান হাসু, আশরাফ কবীর, রুকাইয়া জান্নাত রুম্মান, দীপন, রনি, আনোয়ার শিকদারসহ আরও অনেকে।
কাজের মেয়ের সঙ্গে উদ্দাম রোমান্স যুবকের, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না
নির্মাতা জানান, আজ রবিবার থেকে ‘অচিনপুর’ ধারাবাহিকটি প্রচার শুরু হবে। সপ্তাহে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৯টা ৪৫ মিনিটে এটি দেখা যাবে বাংলাভিশনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।