বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : কয়েক দিন আগে Infinix ইন্দোনেশিয়ার বাজারে তাদের ‘Note 50’ সিরিজ লঞ্চ করে Infinix Note 50 এবং Note 50 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এই 4G ফোনদুটি গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার কোম্পানি ভারতে এই সিরিজেরই আরেকটি ফোন Infinix Note 50x পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ জানিয়ে দেওয়া হয়েছে ভারতে আগামী ২৭ মার্চ Infinix Note 50x ফোনটি লঞ্চ করা হবে।
ভারতে লঞ্চ হবে Infinix Note 50x
এই মাসেই Infinix ভারতে তাদের Note 50 সিরিজ পেশ করবে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 27 মার্চ ভারতে এই সিরিজের অরথম ফোন লঞ্চ করা হবে। এই ফোনটি Infinix Note 50x নামে পেশ করা হবে এবং ফোনটি গোটা বিশ্বে প্রথম ভারতের বাজারে লঞ্চ করা হবে। লঞ্চ ডেট ছাড়া দাম ও সেল ডিটেইলস সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, এইসব তথ্য আগামী 27 মার্চ ঘোষণা করা হবে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
Infinix Note 50x ফোনের ডিজাইন
কোম্পানির বক্তব্য অনুযায়ী Infinix Note 50x ফোনটি ভারতের প্রথম Octagonal ‘Gem-Cut’ Camera মডিউল সহ স্মার্টফোন হতে চলেছে। জানিয়ে রাখি এই একই ডিজাইন সিরিজের Infinix Note 50 এবং Note 50 Pro ফোনেও দেখা গেছে। আপকামিং ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এর সঙ্গে এতে Active Halo Lighting থাকবে। এই LED লাইট ফোনের নোটিফিকেশন, সেলফি টাইমার, চার্জিং স্ট্যাটাস এবং গেম বুটের সময় জ্বলবে।
Infinix Note 50 Pro ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 6.78-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz ডিমিং এবং 1300nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
পারফরমেন্স: Infinix Note 50 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 বেসড XOS 15 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.2Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি100 আল্টিমেট প্রসেসর রয়েছে। একইসঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে হলো লাইট সহ এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Samsung GN5 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Spark Slim : বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন বাজারে নিয়ে আসছে টেকনো
ব্যাটারি: Infinix Note 50 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে Cheetah X2 পাওয়ার ম্যানেজমেন্ট চিপ রয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 30W ওয়্যারলেস MagCharge এবং 10W Reverse চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।