বিনোদন ডেস্ক : অনেক সময় দেখা যায়, কোনো সমস্যা সহজে সমাধান করা যায় না। কিন্তু তৃতীয় কেউ তা সহজেই সমাধান করে দেয়। অধিকাংশ ক্ষেত্রে প্রাপ্তির আনন্দে মানুষ এতটাই মশগুল থাকে যে, সেই তৃতীয় ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করাও হয় না। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অন্য কেউ’।
এখানে মজার একটি চরিত্রে মামা! নিজের পকেটে খরচের টাকা নেই অথচ ড্রাইভার নিয়োগ দিয়ে বাসায় এনে তোলেন। ড্রাইভারের নাম হানিফ। সে বাসায় আসার পর থেকেই ঘটতে থাকে নানা অদ্ভূত ঘটনা। এক সকালে স্যুটকেস নিয়ে বাসায় হাজির হয় মিলি। বাবা অসুস্থ। ডাক্তার নিজেই বাসায় চলে আসে আর পার্কে জহির ও মিলির সামনে যে ঘটনা ঘটে সেটা আরও অদ্ভূত।
কেউ যেন পর্দার আড়াল থেকে একের পর এক ঘটনাগুলো ঘটাচ্ছে। সে কে? তা জানা যাবে আগামীকাল রাত সাড়ে ৯টায় এনটিভিতে। আহসান হাবীবের গল্প অবলম্বনে ‘অন্য কেউ’ নাটকটি নির্মাণ করেছেন নীলরতন তালুকদার। প্রযোজনায় আছেন কার্ত্তিক চন্দ্র ভক্ত। আরআর মাল্টিমিডিয়ার ব্যানারে নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর, মাসুম বাশার, শাহেদ আলী, রিমু রেজা খন্দকারসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।