জুমবাংলা ডেস্ক : একটি কাক উড়তে উড়তে এসে পতাকাটির ওপর ধাক্কা মেরে তা খুলতে সহায়তা করে এবং তার পরেই সেখান থেকে উড়ে চলে যায়। আটকে যাওয়া জাতীয় পতাকা খুলে দিল উড়ন্ত পাখি! কেরলে স্বাধীনতা দিবসে পতাকা তোলার সময় হঠাৎ একটি কাক এসে পতাকাটি খুলে দেওয়ার ভিডিও সম্প্রতি ঝড় তুলেছে।
১৭ অগস্ট কেরলের বাসিন্দা প্রিয়া সমাজমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেন। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভিডিওটি ১০ লাখ লোকের নজর কেড়েছে। ভিডিও দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে যে, পতাকাটি একটি দণ্ডের শীর্ষে আটকে গিয়েছে।
Kerala – National Flag got stuck at the top while hoisting. A bird came from nowhere and unfurled it!! ✨ pic.twitter.com/lRFR2TeShK
— Shilpa (@shilpa_cn) August 16, 2024
সেই সময়ই একটি কাক উড়তে উড়তে এসে পতাকাটির ওপর ধাক্কা মেরে তা খুলতে সহায়তা করে এবং তার পরই সেখান থেকে উড়ে চলে যায়। এই মুহূর্তটির ভিডিও দেখে অনেকেই ‘অলৌকিক’ বলে আখ্যা দিয়েছেন।
Kerala – National Flag got stuck at the top while hoisting. A bird came from nowhere and unfurled it!! ✨ pic.twitter.com/lRFR2TeShK
— Shilpa (@shilpa_cn) August 16, 2024
তবে আসল ঘটনা প্রকাশ্যে এসেছে এক্সের তথ্য অনুসন্ধানকারী দলের পক্ষ থেকে এই ঘটনার অন্য ভিডিও প্রকাশ করার পর। সেই ভিডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে, কাকটি পতাকাদণ্ডের পিছনে, নারকেল গাছের পাতায় উড়ে গিয়ে বসেছে।
Let's look from another view. pic.twitter.com/p3hIs6j3Kn
— 👑Che_ಕೃಷ್ಣ🇮🇳💛❤️ (@ChekrishnaCk) August 17, 2024
একটি ভিন্ন অবস্থান থেকে তোলা ওই ভিডিওতে এটা স্পষ্ট যে, পাখিটি পতাকার কাছে কখনই আসেনি। বরং, পতাকার খুঁটির পিছনে একটি নারকেল গাছের পাতার উপর বসার পরে এটি উড়ে যায়। ক্যামেরার কারসাজির জন্য প্রথমে মনে হয়েছিল যে, কাকটি পতাকা খুলতে সাহায্য করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।