বিনোদন ডেস্ক : নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে শাহরুখ খানের ‘জওয়ান’ টিজার! প্রথম ২৪ ঘণ্টায় ভিউয়ের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস করে ফেলা টিজারে যে লুকে ধরা দেন শাহরুখ, তা দেখে মুগ্ধ দর্শক! টাক মাথার শাহরুখকে নিয়ে বিস্ময় যখন চূড়ান্তে, তখন নেট দুনিয়ায় ভাইরাল হয় মেট্রোতে তাঁর নাচ!
হ্যাঁ, টিজারে বেশি চমকপ্রদ ছিল মেট্রোতে শাহরুখের নাচের মুহূর্তটি! মেট্রোর মধ্যে আইকনিক ‘বেকরার করকে হামে ইউ না যাইয়ে’ গানে নাচেন শাহরুখ। টিজারের ওই অংশই ছড়িয়ে পড়ে আগুনের মতো। তা নিয়েই শুরু হয় তুমুল চর্চ্চা।
১৯৬২ সালের ছবি ‘বিশ সাল বাদ’-এ ‘বেকারার করকে হামে ইউ না যাইয়ে’ গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। জানা যায় এই গানটি ব্যবহারের আইডিয়া মাথায় আসে পরিচালক অ্যাটলির। তবে সবাই জানতে চায়, এই অদ্ভুত কোরিওগ্রাফির মূল নায়ক কে?
জওয়ান টিজার মুক্তির পরেই টুইটারে হ্যাশট্যাগ আস্কএসআরকে সেশন করেন শাহরুখ খান। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, ‘জওয়ানের প্রিভিউতে আপনার প্রিয় মুহূর্ত কী?’
সেই সঙ্গে জানতে চাওয়া হয় ‘বেকারার করকে হামে ইউ না যাইয়ে’র ব্যবহার সম্পর্কে! উত্তরে শাহরুখ লেখেন, ‘গানটা অ্যাটলির আইডিয়া। আমারও দারুণ লাগে নাচ সমেত সব কিছু মিলিয়ে। আলাদাই একটা ম্যাজিক।’
আইডিয়া অ্যাটলির মাথা থেকে, কিন্তু ওই মুগ্ধ করা নাচের কোরিওগ্রাফার কে! শাহরুখ না বললেও এবার সামনে এল নতুন তথ্য। জানা গেছে, এই গানে শাহরুখ যেটা নাচছেন যা সকলেরই মনে ধরেছে, তা আসলে শাহরুখ নিজেই কোরিওগ্রাফি করেছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।