ছুটির দিনে দেখার মতো ৫টি সেরা সিনেমা

সেরা সিনেমা

বিনোদন ডেস্ক : একে তো ছুটির দিন, এর ওপর জেঁকে বসতে শুরু করেছে শীত। সিনেমাপ্রেমীদের জন্য এমন ক্ষণ ও আবহাওয়া বেশ কাঙ্খিত। তবে সিনেমা দেখতে যে সব সময় সিনেমাপ্রেমীই হতে হবে এমন তো কোনো কথা নেই। তাই শুক্রবারের খানিকটা মুহুর্ত কাটাতে পারেন ‘ফিল গুড’ ধাঁচের সিনেমা দেখে।

সেরা সিনেমা

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম সাময়িকী ২০২৩ সালের সেরা দশটি সিনেমার তালিকা প্রকাশ করেছে। সেখানে সিনেমা বাছাই প্রক্রিয়া সম্পর্কে নিজের মন্তব্য জুড়ে দিয়েছেন মার্কিন চলচ্চিত্র সমালোচক স্টেফানি জাচারেক। তিনি লিখেছেন, ‘বাসায় কিংবা প্রেক্ষাগৃহে যে সিনেমাই দেখা হোক না কেন; ভালো লাগলে সেটির রেশ মনোজগতকে বেশ কিছুক্ষণ তাড়া করে বেড়ায়।’ ছুটির দিনে দেখার মতো ৫ সিনেমা বাছাইয়ের ক্ষেত্রেও জাচারেকের পরামর্শ কাজে লাগানো হয়েছে।

১. নিউটন
দেশে চলছে ভোটের মৌসুম। এ আবহের মাঝে ‘নিউটন’ নামের নির্বাচনকেন্দ্রিক ভারতীয় সিনেমাটি দেখে যেতে পারে। কমিউনিস্ট বিদ্রোহীদের হামলার আশঙ্কা আছে এমন একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পান নিউটন কুমার (রাজকুমার রাও)। সংঘাতপূর্ণ প্রত্যন্ত ওই এলাকার বাসিন্দাদের ভোটের গুরুত্ব বুঝতে না পেরে নিরাপত্তা বাহিনীও উদাসীনতা দেখায়। এর মাঝেই সরকারি ক্লার্ক নিউটন কুমার সুষ্ঠু ভোটের চেষ্টা করেন।

২. ধাক ধাক
এ বছর মুক্তি পাওয়া সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে। ভিন্ন ভিন্ন পরিবেশে থাকা চার নারী ভ্রমণের উদ্দেশে এক জায়গায় মিলিত হন। নিজেদের নানা না পারার অপবাদ কাটিয়ে নতুন পরিচয় জানান দিতে মোটরসাইকেলে করে দিল্লি থেকে লাদাখ যাওয়ার পরিকল্পনা করেন। লাদাখের খারদুংলা পাস বাইকারদের কাছে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সিনেমার চার চরিত্র মানপ্রিত, স্কাই, উজমা ও মানজারির সেখানে পৌঁছানোর গল্প বলা হয়েছে এ সিনেমায়।

৩. নোটবুক
২০০৪ সালের এ সিনেমা আগে দেখে থাকলে আবারো দেখতে পারেন। রায়ান গসলিং ও র‌্যাচেল ম্যাকঅ্যাডামসের রসায়ন বৃষ্টির দিনকে করে তুলতে পারে আরো স্মৃতিজাগানিয়া। ধনী-গরিবের বৈষম্যের কারণে এক সময় প্রেমিক নোয়াকে (গসলিং) ছেড়ে যেতে বাধ্য হয় অ্যালি (র‌্যাচেল)। এক সময় সে আবারো নোয়ার কাছে ফিরে আসে। নোয়া তখন অ্যালিকে একটি হ্রদের ধারে বেড়াতে নিয়ে যায়। একটি সুন্দর লোকেশনে বৃষ্টিতে ভিজে নোয়া-অ্যালির ভাব বিনিময়ের দৃশ্য দীর্ঘদিন চোখে লেগে থাকার মতো।

৪. মাহেশিন্তে প্রাথিকারাম
মালয়ালাম এই সিনেমাটি মুক্তি পেয়েছে ২০১৬ সালে। নির্মাণের দিক থেকে এটি একাধারে কমেডি ও থ্রিলার ধাঁচের। আর এখানেই মুন্সিয়ানা দেখিয়েছেন ফাহাদ ফাসিল। মাহেশ নামে এক আলোকচিত্রীর চরিত্র শুরুতে বেশ হাস্যরসের জন্ম দেয়। কিন্তু প্রথম প্রেমে ব্যর্থ হওয়ার পর মুষড়ে পড়া মাহেশের সামনে এক সময় মুধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ আসে। পর্দায় সে প্রতিশোধ নেওয়ার গল্প যেমন হাসায় তেমনি টানটান উত্তেজনার জন্ম দেয়। সিনেমাটিতে অনুশ্রী ও অপর্ণা বালামুরালির উপস্থিতিও নজর কাড়ে।

ক্যামেরার সামনেই ব্লাউজ ঠিক করতে গিয়ে যা ঘটলো শিল্পার সঙ্গে

৫. ওকজা
দক্ষিণ কোরিয়ার এক দুর্গম পাহাড়ি গ্রামের কিশোরি মিজাকে কেন্দ্র করে এ সিনেমার গল্প। জলহস্তির মতো দেখতে গৃহপালিত এক পশুর সঙ্গে বেশ খাতির তৈরি হয় মিজার। বলা চলে মিজার মনে রাখার মতো শৈশব কাটে ওকজার সঙ্গে। কিন্তু এক সময় ওকজাকে বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয় মিজার পরিবার। পরে প্রিয় বন্ধুকে ওই প্রতিষ্ঠানের খামার থেকে ছাড়িয়ে আনতে লড়াই শুরু হয় ছোট্ট শিশু মিজার।