বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর নওরীন আফরোজ পিয়ার নয় সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তিনি জানান, এআইয়ের ডিপফেক টুলস দিয়ে তৈরি করা হয় আপত্তিকর এই ভিডিও।
আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের (এআই) ডিপফেক প্রযুক্তির অপ-ব্যবহার করে এভাবেই তৈরি হচ্ছে আপত্তিকর ভিডিও। পোশাকে আবৃত যে কারো ভিডিও মুহূর্তেই বদলে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এর প্রধান ভুক্তভোগী নারীরা। সামাজিক-মানসিক বিড়ম্বনার শিকার হলেও অভিযোগ জানাতে অনীহার কারণে ধরা-ছোঁয়ার বাইরে অপরাধীরা, বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও শেয়ারের ক্ষেত্রে তাই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।
নওরীন আফরোজ বলেন, ‘আমাকে যারা চেনেন বা কাছ থেকে জানেন তারা নিশ্চয়ই বুঝবেন ভিডিওর ওই জায়গায় আসলে আমি নই, আমার আসলে এটি করার প্রয়োজনও নেই।’
বিভিন্ন টুলস ব্যবহার করে, একজনের দেহে বসানো হয় আরেকজনের চেহারা। ছড়িয়ে দেওয়া হয়, পর্ণসাইট ও গোপন গ্রুপগেুলোতে।
চিত্রনায়িকা পরিমণি, অভিনেত্রী মেহজাবীন, সাফা কবিরসহ এমন বেশ কয়েকজনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বাংলাদেশে বাড়ছে এই অপরাধের মাত্রা।
প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানিয়েছেন, ইন্টারপোল, ইউরোপোল একটি ইন্টারন্যাশনাল ফোরাম গঠন করেছে এআই থেকে তৈরি যে কোনো ছবি বা ভিডিও স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নির্ণয় সাপেক্ষে সেগুলো চিহ্নিত করে সাইট থেকে সরিয়ে দেওয়া হবে। এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পুলিশসহ সাউথ এশিয়ার সকল পুলিশদের দেওয়া হবে। এতে করে অপরাধের মাত্রা কমে আসবে।
বেশকিছু ড্রেস রিমুভার এইআই টুলস রয়েছে। যার মধ্যে টেলিগ্রামের এআই বট, কয়েক মিনিটেই নগ্নে রূপান্তর করতে পারে যেকোনো মানুষের ছবি-ভিডিও।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ভুক্তভোগীরা অভিযোগ না করায় আড়ালে থেকে যাচ্ছে অপরাধীরা।
সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, অপরাধীরা ইন্টারনেটের যে মাধ্যমেই ভিডিও প্রকাশ করুক, ফুট প্রিন্ট রয়েই যায়। যেমন, ইউটিউবে ভিডিও দিলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে অপরাধীকে ধরা যায়।
সাইবার নিউজ ফ্লাশপয়েন্ট ডট আইওর তথ্য বলছে, ২০২০ সালে বিশ্বে এ ধরনের আড়াই হাজার ভিডিও ছিল। সেখানে এ বছর শুধুমাত্র জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসেই দুই লাখেরও বেশি ভিডিও তৈরি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।