অফিসে এসে কাজের নির্দেশ দেওয়ায় ইস্তফা দিল ৮০০ কর্মী!

অফিস এসে কাজ

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে দেশে করোনা পরিস্থিতি আপাত ভাবে স্বাভাবিক হলে কর্মীদের অফিস এসে কাজ করার নির্দেশ দেন কর্তৃপক্ষ। আর তাতেই এই বিপত্তি। অফিসে এসে কাজ করতে চান না। তাই অফিসে এসে কাজ করতে বলায় এক বেসরকারি সংস্থা থেকে ইস্তফা দিলেন ৮০০ জন কর্মী। সূত্রের খবর, হোয়াইটহ্যাট জুনিয়র নামক এক বেসরকারি সংস্থা নিজের কর্মীদের অফিসে এসে কাজ করার জন্য ইমেল পাঠিয়েছিল।

অফিস এসে কাজ

১৮ মার্চ এই ইমেল পাঠানো হয়। ইমেলে নির্দেশ দেওয়া হয়, কর্মীদের এক মাসের মধ্যে মুম্বই, বেঙ্গালুরু এবং গুরুগ্রামের অফিসে যোগ দিতে হবে। তবে কিছুতেই অফিসে আসতে রাজি ছিলেন না সংস্থার কর্মচারীরা। সেই কারণে দু’মাসের ব্যবধানে এই সংস্থা থেকে ৮০০ জন কর্মী ইস্তফা দিলেন।

করোনা আবহের পর থেকে বেশির ভাগ সময়ই বাড়ি থেকেই কাজ করছিলেন এই সংস্থার কর্মীরা। তবে বর্তমানে দেশে করোনা পরিস্থিতি আপাত ভাবে স্বাভাবিক হলে কর্মীদের অফিস এসে কাজ করার নির্দেশ দেন কর্তৃপক্ষ। আর তাতেই এই বিপত্তি।

ফুল বিক্রি করতেন রাস্তায়, বস্তির মেয়ে আজ আমেরিকা চললেন পড়তে

২০২০ সালে হোয়াইটহ্যাট জুনিয়র সংস্থার মালিকানা নেয় বাইজু নামক বেসরকারি সংস্থা। এর পর পর পদ থেকে সরে যান হোয়াইটহ্যাটের প্রতিষ্ঠাতা। তার পর এই সংস্থার কর্মীদের সঙ্গে ‘অবিচার’ শুরু হয় বলেও কর্মীদের একাংশের অভিযোগ। সূত্রের খবর, খুব শীঘ্রই আরও অনেক কর্মী ইস্তফা দেবেন।