জুমবাংলা ডেস্ক : মাদারীপুরে অফিস থেকে সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রবিবার (১৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমার বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানায় দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণ।
কামরুল ইসলামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খালাশিপাড়া গ্রামে। গত ২৪ মার্চ তিনি এই খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি টেকেরহাট খাদ্যগুদামে কর্মরত ছিলেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দিন জানান, খাদ্যগুদামটি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। নিরাপত্তাজনিত কারণে ৬টি খাদ্যগুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। এখানে পরবর্তী কর্মকর্তা না আসা পর্যন্ত সিলগালা অবস্থায় থাকবে।
মাদারীপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. ইসলাম হোসেন জানান, অফিসে যোগদানের পর থেকেই তাকে মানসিক চিন্তাগ্রস্ত বলে মনে হতো। তবে তার মৃত্যু কারণ জানতে তদন্তের দাবি জানাচ্ছি।
অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে খাদ্যগুদামের অফিসের কর্মচারীরা তার মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে চরমুগরিয়া ফাঁড়ি পুলিশ খাদ্যগুদামের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।