বিনোদন ডেস্ক : নতুন বছর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্মে আসছে একাধিক নতুন ওয়েব সিরিজ। এরই মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে প্রেমের মাসে মুক্তি পেতে চলেছে ‘বিষহরি’। থ্রিলার ও পুরাণের সংমিশ্রণে তৈরি এই সিরিজটি মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে-তে।
পরিচালক সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তীর এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায়। ইতিমধ্যেই ইউটিউবে প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার, যা দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
‘বিষহরি’ ওয়েব সিরিজের কাহিনি
গল্পের কেন্দ্রীয় চরিত্র রাজনন্দিনী, যে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আবিষ্কার করে ২০০ বছরের পুরনো এক রহস্য। নাগপঞ্চমীর উৎসবের দিন বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয় এক ব্যক্তির, যা পরবর্তীতে পরিণত হয় এক অভিশপ্ত পরিবারের ইতিহাসে।
সিরিজে দেখা যাবে, একটি রহস্যময় তালাবদ্ধ কক্ষ, যেখানে আটকে আছে এক প্রাচীন অভিশাপ। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অভিশাপ বইতে হচ্ছে পরিবারটিকে। রাজনন্দিনী কি পারবে সেই অভিশাপ থেকে নিজের পরিবারকে মুক্তি দিতে?—এই প্রশ্নের উত্তর মিলবে ‘বিষহরি’ ওয়েব সিরিজে।
Realme P3 Pro 5G: সেরা ফিচার নিয়ে আসছে , থাকছে GT Boost প্রযুক্তি!
মুক্তির তারিখ ও প্ল্যাটফর্ম
‘বিষহরি’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি, জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে। পুরাণ, রহস্য ও থ্রিলারের মিশেলে তৈরি এই সিরিজটি দর্শকদের জন্য হতে পারে এক অনন্য অভিজ্ঞতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।