বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : OPPO অফিসিয়ালি তাদের Oppo A5 Pro 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনটি অসাধারণ ডিজাইন এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। প্রথমে ফোনটি চীন এবং গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল, এবার ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে ফোনের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এবার Oppo A5 Pro 5G ফোনটিকে বাজারে উপস্থিত অন্যান্য কম দামের 5G স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির OPPO A5 Pro 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
OPPO A5 PRO 5G ফোনটি আমাজন, ফ্লিপকার্ট, OPPO ই-স্টোর এবং মেনলাইন রিটেইল আউটলেটের মাধ্যমে মোচা ব্রাউন এবং ফেদার ব্লু মতো কালার অপশনে সেল করা হবে।
ইউজাররা SBI, IDFC FIRST ব্যাঙ্ক, BOB ফাইনেনশিয়াল, ফেডরাল ব্যাঙ্ক এবং DBS এর বেশ কিছু ক্রেডিট কার্ডের মাধ্যমে 1500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং 6 মাসের নো-কোস্ট EMI এর সুবিধা পেয়ে যাবেন। এছাড়া জিরো ডাউন পেমেন্ট অপশন রয়েছে, ফলে ফোনটি কেনা আরও সহজ হয়ে উঠবে।
OPPO A5 Pro 5G এর স্পেসিফিকেশন
6.67″ HD+ 120Hz Display
MediaTek Dimensity 6300
8GB RAM + 256GB Storage
50MP Rear Camera
8MP Selfie Camera
45W Flash Charge
5,800mAh Battery
ডিসপ্লে: OPPO A5 Pro ফোনটিতে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: OPPO A5 Pro ফোনটির গ্লোবাল মডেল ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। ভারতেও ফোনটি একই প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে OPPO A5 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15 সহ পেশ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO A5 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: OPPO A5 Pro 5G ফোনটি 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,800এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। একই পাওয়ার ব্যাকআপ গ্লোবাল মডেলেও পাওয়া যায়।
অন্যান্য ফিচার: OPPO A5 Pro 5G ফোনটিতে IP69 রেটিং দেওয়া হয়েছে। একই সার্টিফিকেশন গ্লোবাল মডেলেও রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 5.3 এবং WiFi 5 সহ NFC মতো ফিচার যোগ করা হয়েছে। একইভাবে সিকিউরিটি ও ফোন আনলক করার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।