জুমবাংলা ডেস্ক : রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পরে ২৫ লাখ টাকা খুইয়েছেন দুই গরু ব্যবসায়ী। তারা হলেন—মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। তারা জামালপুরের বকশীগঞ্জের চরগাওয়াইয়া এলাকা থেকে কোরবানির গরু বিক্রি করতে তারা রাজধানীতে এসেছিলেন।
হাসান ও আনোয়ারের সহকর্মী নূর ইসলাম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাবার খেতে হাট থেকে বের হন তারা। বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না এলে আমরা তাদের খুঁজতে বের হই। এক পর্যায়ে দুইজনকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে দেখা দেখা যায়।
তিনি আরও বলেন, ২৮টি গরু নিয়ে রাজধানীর তিব্বত গরুর হাটে আসেন হাসান ও আনোয়ার। কিছু গরু বিক্রি করে ২৫ লাখ টাকা তাদের কাছে রাখেন।
ভুক্তভোগীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা দিকে তেজগাঁওয়ে তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক বলেন, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসান নামের এক ব্যক্তির ২৫ লাখ টাকা খোয়ানোর অভিযোগ পেয়েছি। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।