ওগুলো দেখে প্রস্রাবই করতে পারিনি : স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকা

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বভাবে ঠোঁটকাটা, তাই কোনো কথাই মুখে আটকায় না তার। সাহসী রূপে পর্দায় হাজির হয়েও বহুবার আলোচনায় উঠে এসেছেন। সমকালীন নানা বিষয় নিয়েও কথা বলে থাকেন; এজন্য সোশ্যাল মিডিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন এই অভিনেত্রী।

স্বস্তিকা

সম্প্রতি ভিস্তা ডোম ট্রেনে ভ্রমণ করেছেন স্বস্তিকা মুখার্জি। এ ট্রেন ভ্রমণে অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আর সেই অভিজ্ঞতা মন খুলে এক টুইটে শেয়ার করেছেন। ঠোঁটকাটা স্বভাবের হওয়ায় ব্যক্তিগত ব্যাপারও এ লেখায় প্রকাশ করেছেন।

টুইটে স্বস্তিকা বলেন— ‘ভিস্তা ডোম ট্রেনের বাথরুম অত্যন্ত পরিষ্কার। এটা অবিশ্বাস্য! সিট গুলোতে সেন্সর রয়েছে, যা ঘুরে। সব সময় শুকনো জায়গা পাবেন। বাথরুমের মেঝে শুকনো। বেসিন পরিষ্কার। সাবানের ডিসপেনসরস গুলো দারুণ কাজ করছে, সঙ্গে রয়েছে সুন্দর গন্ধ। এসব দেখে প্রস্রাবই করতে পারিনি।’

খোলামেলা পোশাকে জন্মদিনের কেক কাটলেন শ্রাবন্তী

স্বস্তিকার এ অভিজ্ঞতার সঙ্গে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করেছেন। আবার খুব ব্যক্তিগত ব্যাপার এভাবে বলায় তাকে কটাক্ষ করে কেউ কেউ মন্তব্য করেছেন।