ট্রেলারেই সাড়া ফেলে দিল ‘ও মাই গড ২’

বিনোদন ডেস্ক : প্রকাশ হলো অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ও মাই গড ২’-এর ট্রেলার। সিনেমাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা থাকলেও ট্রেলারটি দর্শকদের বেশ মুগ্ধ করেছে।

সিনেমাটিতে ক্রান্তি স্মরণ মুদগল নামের এক পিতার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। এক পিতা যার ছেলের সঙ্গে ঘটে গেছে একটি ঘটনা।

স্কুলে সেক্স এডুকেশন নিয়েই সিনেমার প্রেক্ষাপট। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছোটদের কী ক্ষতি করতে পারে সেটাই দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। সেখানে নিজের ছেলেকে বিপদমুক্ত করতেই পঙ্কজ লড়ে যান আইনি লড়াই। শিব ভক্ত সেই পিতার অগাধ বিশ্বাস ভগবান মহাদেবের প্রতি।

ছেলেকে বাঁচাতেই মহাদেবের উপাসনার দ্বারস্থ হন তিনি। এতে বিপক্ষ আইনজীবীর চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। সনাতন ধর্মের নিয়মের সঙ্গে এর তাৎপর্যমূলক ব্যাখ্যাও দেওয়া হয়েছে সিনেমাটিতে। ট্রেলারের বেশির ভাগ জুড়েই রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।

OMG2 - Official Trailer | Akshay Kumar, Pankaj Tripathi, Yami Gautam | Amit Rai | In Theatres Aug 11

সিনেমার ট্রেলারে গোটা গায়ে ছাইয়ের মাখানো, মাথায় জটা, কপালে তিলক আঁকা ভগবান শিবের দূতরূপী অক্ষয়কে দেখে মুগ্ধ দর্শকরা। অক্ষয় কুমারের কিছু সংলাপ ভক্তদের মনে নাড়া দিয়েছে। সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর দেখা যাবে রামায়ণ খ্যাত অরুণ গোবিলকে। জনপ্রিয় সব তারকাদের নিয়ে ভিন্নধর্মী গল্পের ‘ও মাই গড ২’ নিয়ে ইতিমধ্যে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। ট্রেলার প্রকাশের পর সেই উন্মাদনা বহুগুণে বেড়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ট্রেলারের প্রশংসা করছেন দর্শকরা। অনেকের মতে, দীর্ঘদিন পর সিনেমা হলে হিটের দেখা পেতে যাচ্ছেন অক্ষয় ‍কুমার।
‘ওহ মাই গড ২’-এ অক্ষয় কুমার ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি, অরুণ গোভিল ও আমির নায়েক। অমিত রাইয়ের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল ডি শাহ, আশ্বিন ভার্দে, রাজেশ বাহল। ১১ আগস্ট মুক্তি পাবে এটি।

সূত্র : বলিউড হাঙ্গামা