ওই সব দিকে মনোযোগ দেবেন না : প্রভা

সাদিয়া জাহান

বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঘটনা, বিতর্ক থাকলেও তাকে ঘিরে ভক্তদের আগ্রহের কমতি নেই। বর্তমানে পর্দায় নিয়মিত মুখ না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রায় ইনস্টগ্রাম স্টোরিতে নিজের অনুভূতি শেয়ার করেন তিনি। শেয়ার করেন নিজের সমসাময়িক বিভিন্ন ছবি।

সাদিয়া জাহান

সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ছবির সঙ্গে ইংরেজিতে কিছু ক্যাপশন জুড়ে দিয়ে পোস্ট করেছেন প্রভা। যার বাংলা অর্থ দাড়ায়, সত্য হলো এমন, কিছু মানুষ রয়েছে যারা আপনি ভালো কাজ করলেও ঘৃণা করবে, না করলেও আপনাকে ঘৃণা করবে।

তিনি আরও লিখেছেন, যাই হোক না কেন, ওই সব দিকে মনোযোগ দেবেন না। এই ধরনের মানুষের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে আপনি একা নন। মনে রাখবেন, নিচু মানুষ নিজেকে বড় করার জন্য অন্যকে নিচে ফেলে দেয়।

শাকিবের বাসায় যাওয়া নিয়ে যা বললেন অপু বিশ্বাস

উল্লখ্য, প্রভাকে সর্বশেষ দেখা গেছে ‘বিউটি টেইলার্স’ নামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে। পোশাক শ্রমিকদের গল্পে নির্মিত হয়েছিল এটি। যেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন প্রভা। এছাড়া তাকে দেখা গেছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিকেও।