জুমবাংলা ডেস্ক : ‘সহায়তা নয়, উপহার দিতে চাই’ এমনই একটি আইডিয়া আসে বগুড়ার আজিজুল হক কলেজের ছাত্র বিপ্লবের মাথায়। ভাবলেন অনেক গরীব মানুষ হয়তো ঈদে তেল কিনতে পারবে না, ফলে তিনি তেল উপহার দেবেন। কিন্তু সহায়তা নয়। হয়তো সহায়তা নিতে চান না অনেকে কিন্তু প্রয়োজন।
তাদের খুব বেশি টাকা পয়সা ছিল না।
বিপ্লব ও তার বন্ধুদের নিয়ে বগুড়া শহরের স্টেশন এলাকায় একটি ছোট খেলার আয়োজন করেন। দুইটি তেলের বোতল থাকবে, যেটা দিয়ে বানানো হলো গোলপোস্ট। পা দিয়ে কিক করে গোল দিতে পারলেই উপহার হিসেবে এক লিটার সয়াবিন তেলের বোতল।
একজন ছিন্নমূল নারী এলেন। গোল দিলেন তেলের বোতল উপহার পেয়ে মুখে হাসি ছড়িয়ে পড়লো। একজন বৃদ্ধা এলেন। তিনি প্রথমবার গোল দিতে পারলেন না, দ্বিতীয়বার সুযোগ পেয়ে পারলেন। উপহার পেয়ে প্রায় কেঁদেই দিলেন। এভাবে ১২ জন তেলের বোতল জিতেছেন। শুধু তেলের বোতল নয় যেন একেকজন জিতেছেন বিশ্বকাপ। অন্তত তাদের চোখেমুখের হাসি, প্রসন্নতা তাই বলেন।
ছোট্ট একটি উদ্যোগ অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এই কর্মকাণ্ডের একটি ভিডিও ফেসবুক পেইজে শেয়ার করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী বিপ্লব। নিজ উদ্যোগে, বন্ধুদের সঙ্গে নিয়ে এই কাজের যে সামাজিক সাড়া পাবেন তা আশাই করেননি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিপ্লব বলেন, ‘ঈদের শপিং এর কিছু টাকা ছিল। মনে হলো মানুষকে সহায়তা করি। পরে ভাবলাম না সহায়তা করবো না। উপহার দিব। সীমিত পরিসরে উদ্যোগ নিলাম। খেলাটা আমার মজা লেগেছে। তারচেয়েও লেগেছে তৃপ্তি। যারা তেলের বোতল জিতেছেন তাদের চোখে মুখে যে আনন্দ দেখেছি তা অন্যরকম। ’
তিন বছর আগে কুড়িয়ে পাওয়া টাকার বান্ডিল মালিককে ফেরালেন দরিদ্র মাছ বিক্রেতা
বিপ্লব পড়াশোনার পাশপাশি নাচ করেন। নাচ শেখানও। বললেন, ‘আমরা ছাত্র। ক্ষমতা সীমিত, হয়তো ক্ষমতা বেশি থাকলে আরো বেশি মানুষের সঙ্গে এমন খেলাটা খেলা জেতে। কেননা তারা একেকজন তেলের বোতল নয়, গোল দিয়ে যেন বিশ্বকাপ জিতেছেন। এতোটাই আনন্দিত হয়েছেন তারা। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।