নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল

ভোজ্যতেল

ভোজ্যতেলের বাজারে স্বস্তি। ব্যবসায়ীদের ঘোষণার আগেই রাজধানীর খুচরা বাজারে রাতারাতি কমে গেছে দাম। বোতলজাত ৫ লিটার ও খোলা সয়াবিনের পাশাপাশি দাম কমেছে পাম তেলেরও। এতে খুশি ক্রেতা-বিক্রেতারা। আমদানিকারকরা বলছেন, বিশ্ববাজারের প্রভাব দেশের বাজারেও পড়েছে।
ভোজ্যতেল
সোমবার (১৮ ‍জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজারে ক্রেতা কম, তাই নেই তেমন হাঁকডাক।

এরইমধ্যে গরম খবর, রোববার (১৭ জুলাই) বিকেলে ভোজ্যতেলের দাম লিটারে ১৪ টাকা কমানোর যে সিদ্ধান্ত নিয়েছেন আমদানিকারকরা, রাত পোহাতেই বাজারে মিলছে সেই কম দামের তেল।

এমনকি ব্যবসায়ীরা ৫ লিটারের এক বোতলে ৮০ টাকা কমালেও খুচরা পর্যায়ে কমে গেছে ১০০ টাকা পর্যন্ত। আর কয়েক দিন ধরে কমতে থাকা পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিলেও বাজারে কমেছে ২৮ টাকা পর্যন্ত। এছাড়া কমেছে খোলা সয়াবিনের দাম। তবে বোতলজাত এক লিটার সয়াবিন বিক্রি হচ্ছে আগের দামেই।

ব্যবসায়ীরা জানান, সিদ্ধান্তের পরপরই কম দামের তেল সরবরাহ করতে শুরু করেছে প্রতিষ্ঠানগুলো।

সয়াবিন তেলের বাজার পরিস্থিতি তুলে ধরে খুচরা ব্যবসায়ীরা বলেন, ‘আজকে ২ লিটার সয়াবিন তেল ৩৬০ টাকা দরে বিক্রি করছি। আর গতকাল বিক্রি করেছি ৩৯০ টাকা দরে। এছাড়া এক লিটার সয়াবিন ১৭০ টাকা লিটার দরে বিক্রি করছি। আর কেজিতে হিসাব করলে ১৯০ টাকা। যাদের কাছে তেলের মজুত রয়েছে তারা কিছুটা কম দামে বাজারে ছাড়ছে। আমরাও কম দামে পেয়ে কমে বিক্রি করছি।

এদিকে দাম কমানোর সিদ্ধান্ত বাজারে এভাবে রাতারাতি কার্যকর হওয়ায় স্বস্তির কথা জানালেন নাভিশ্বাস ওঠা ভোক্তারা। একজন ক্রেতা বলেন, ‘আমি ২ লিটার তেল মাত্র ৩০০ টাকা দরে কিনেছি। এতে আমাদের অনেক সুবিধা হয়েছে। তবে আরও কমা উচিত। আমরা আগে যেমন ৫ লিটার ৫৫০ থেকে ৬০০ টাকা দরে কিনতাম, দাম আগের মতো হলে আমাদের জন্য বেশি ভালো হয়।’

আমদানিকারকরা জানালেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের লাগাতার দাম কমার প্রভাব পড়েছে দেশের বাজারে। তবে ডলারের দাম না বাড়লে তেলের দাম আরও কমতো বলে জানান তারা।

এ বিষয়ে টি. কে. গ্রুপের ফাইন্যান্স ও অপারেশন্সের পরিচালক সফিউল আথহার তাসলিম বলেন, ‘আমরা মনে করি এ মুহুর্তে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারের সমন্বয় থাকা উচিত। সে বিবেচনায় আমরা আসলে বাজারে সয়াবিন তেলের দাম সমন্বয় করেছি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনও স্থির হয়নি। ডলার যদি আগের জায়গায় থাকত তাহলে দাম আরও কমতো।’

ভোজ্যতেলের দাম বাড়তে বাড়তে গত মাসে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ঠেকেছিল ২০৫ টাকায়। ১৪ টাকা কমানো পর যার বর্তমান বাজারমূল্য ১৮৫ টাকা।

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, দামও চড়া