ভারতে এক সপ্তাহে জ্বালানি তেলের দাম বাড়লো ছয়বার

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আরেক দফায় বাড়লো জ্বালানি তেলের দাম। এ নিয়ে সাত দিনে দাম বেড়েছে ছয়বার। সোমবার (২৮ মার্চ) পেট্রলের দর প্রতি লিটারে ৩০ পয়সা ও ডিজেলের দর ৩৫ পয়সা বাড়ানো হয়েছে।

দেশটির রাজধানী দিল্লিতে পেট্রলের দর এখন ৯৯ দশমিক ৪১ রুপি এবং ডিজেল ৯০ দশমিক ৭৭ রুপি। কলকাতায় পেট্রলের দর ১০৪ দশমিক ৬৭ এবং ডিজেল ৯৩ দশমিক ৯২ রুপি।

দফায় দফায় তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে শুরু করেছে ভারত। কিন্তু তা দিয়ে দেশের প্রয়োজন কি মিটবে তাহলে এমন প্রশ্ন করছেন দেশটির অনেকেই।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌঁছেছিল। যদিও পরে তা কমে যায়। তবে এখনো ১২০ ডলারের ঘরে উঠানামা করছে তেলের দর।

মুক্তিযুদ্ধ নিয়ে পাকিস্তানি সেনা কর্মকর্তার স্মৃতিচারণ

জ্বালানি তেলের ৮৫ শতাংশই আমদানি করে ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে, বলছেন সংশ্লিষ্টরা।

গত ২২ মার্চের পর থেকে ফের জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে ভারতে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই জ্বালানির দাম বাড়াবে কেন্দ্রীয় সরকার, এমন দাবি করে আসছিল দেশটির বিরোধী দলীয়রা। অবশ্য বিশ্বব্যাপী তেলের দাম বাড়ার পরও গত বছরের নভেম্বরের পর ভারত সরকার পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছিল।
সূত্র: এনডিটিভি

মুকেশ আম্বানি কত টাকা পকেটে নিয়ে ঘুরেন?