লাইফস্টাইল ডেস্ক : মাথা থাকলে যেমন ব্যথা করবেই। একই ভাবে চুল থাকলে ঝড়ে যাবেই। তবে সমস্যা হয় তখন যখন চুল ঝড়ে গেলেও নতুন চুল গজায় না। এটা অনেক সময় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। নতুন চুল গজানোর জন্য কত কিছুই করেন একেকজন। অথচ কিছু চুল ব্যবহার করলেই নতুন চুল হবে বলছেন পুষ্টিবিদরা। হেলথ শটের প্রতিবেদনে পুষ্টিবিদরা বলছেন, আমাদের শরীর ঠিক রাখতে যেমন স্বাস্থ্যকর খাবার খেতে হয় একইভাবে চুল ভালো রাখতে চুলেরও পুষ্টিকর খাবার লাগে। আর চুলের খাবার বলতে বিভিন্ন তেলকে উল্লেখ করেছেন তারা। তাদের মতে কিছু তেল ব্যবহার করলে নতুন চুল গজাবে। এমন কয়েকটি তেলের নাম উল্লেখ করেছেন তারা। যেগুলো হলো:-
নারিকেল তেল: পুষ্টিবিদরা বলছেন, নারিকেল তেলে রয়েছে নানা ধরনের উপকারী ফ্যাটি অ্যাসিড। এই তেলের স্যাচুরেটেড ফ্যাট ও লিউরিক অ্যাসিড চুলের গভীর থেকে পুষ্টি জোগায় এবং দূষণ, ধুলাবালি থেকে চুলকে রক্ষা করে। পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে নারিকেল তেল।
আমান্ড ওয়েল: আমান্ড ওয়েল বা কাঠ বাদাম তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এক গবেষণা থেকে জানা যায় ভিটামিন ই এর কারণে আমান্ড ওয়েল ব্যবহারে নতুন চুল গজায়। তাই চুল ঝড়ে গেলে এই তেল ব্যবহার করতে পারেন।
আরগান ওয়েল: আরগান ওয়েল নানা রকম ভিটামিন, মিনারেলস এবং ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এই উপাদানগুলো চুলের গভীর থেকে পুষ্টি যুগিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। আরগান ওয়েল স্ক্যাল্প ভালো রাখে, চুলের ড্যামেজ কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
পেঁয়াজের তেল: পেঁয়াজের তেলের চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে। শুষ্ক চুলের জন্য পেঁয়াজের তেল খুবই উপকারী। পেঁয়াজের তেল প্রয়োগ করলে চুলের রুক্ষভাব দূর হয় এবং নতুন চুল গজায়। চুলের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য পেঁয়াজের তেল দারুণ উপকারী। চাইলে খুব সহজেই পেঁয়াজের তেল বানাতে পারবেন।
ক্যাস্টর অয়েল: প্রাকৃতিক উপাদানে ভরপুর ক্যাস্টর অয়েল। এই তেলে রয়েছে ভিটামিন ই, মিনারেলস, প্রোটিন, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা চুল পড়া রোধ করার পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। এই তেল চুলের বিভিন্ন সমস্যা দূর করে।
ল্যাভেন্ডার ওয়েল: টক্সিকোলজিক্যাল রিসার্চ জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায় ল্যাভেন্ডার ওয়েল ব্যবহারের প্রভাব জানতে ইঁদুরের উপর একটি গবেষণা করা হয়। এতে দেখা যায় ল্যাভেন্ডার ওয়েল প্রয়োগ করার পরে ইঁদুরের পশম বা চুল আরও পূর্ণ এবং ঘন হয়ে ওঠে। এটি চুলের বৃদ্ধি করার পাশাপাশি নতুন চুল গজাতে প্রভাব ফেলে। তাই চুলের সমস্যায় ল্যাভেন্ডার ওয়েল ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।