ঐন্দ্রিলাকে ছেড়ে যার প্রেমে মজলেন অঙ্কুশ

ঐন্দ্রিলাকে ছেড়ে যার প্রেমে মজলেন অঙ্কুশ

বিনোদন ডেস্ক : ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী…’রবি ঠাকুরের এই গান জানেন না এমন কেউ নেই। হঠাৎ কেন এই গান নিয়ে লেখা হচ্ছে, এই প্রশ্ন মনে জাগতেই পারে। কবিগুরুর গানের কলি আবারও বাংলা ছবিতে। শুধু ছবি বললে ভুল বলা হবে। সিনেমার নাম তৈরি হয়েছে গানের শব্দ দিয়ে। মহালয়ার সকালে নতুন চমক নিয়ে আসতে চলেছেন অঙ্কুশ হাজরা। সৌজন্যে ‘এসকে মুভিজ’।

ঐন্দ্রিলাকে ছেড়ে যার প্রেমে মজলেন অঙ্কুশ

কী সেই চমক? মহালয়ার সকালে প্রকাশ্যে আসতে চলেছে অংশুমান প্রত্যুষের নতুন ছবির প্রথম ঝলক, সূত্রের খবর এমনটাই। ছবির নাম ‘ওগো বিদেশিনী’। নায়িকা সাক্ষাৎ এক জন বিদেশিনীই। নাম জানা না গেলেও অঙ্কুশের নায়িকা হিসাবে এ বার বিদেশিনীকেই দেখবেন দর্শক। দেবীপক্ষের সূচনায় নতুন অভিনেত্রীর অভিষেক হতে চলেছে টলিপাড়ায়।

ভক্তের এই প্রশ্নে হাসতে হাসতে আত্মহারা ঐশ্বর্যা

এ বছরেই লন্ডনে এক গুচ্ছ ছবির শ্যুটিং সেরে কলকাতায় ফিরেছেন অঙ্কুশ, ঐন্দ্রিলা-সহ আরও অনেকে। যেমন তারই মধ্যেই আসতে চলেছে এই ‘ওগো বিদেশিনী’ অন্যতম। এই নতুন বিদেশিনীর সঙ্গে অঙ্কুশের জুটি কেমন মানায়? তার জন্য অপেক্ষা মাত্র কিছু ঘণ্টার।