বিনোদন ডেস্ক : টালিউডের তরুণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা জীবন যুদ্ধের সাথে লড়াই শেষে চলেই গেলেন। শবে মাত্র ২৪ ঘরে পা দিয়েই না ফেরা দেশে এই অভিনেত্রী। রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। এর আগে ২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়ার সময় মরণব্যাধি ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রবিবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐন্দ্রিলাকে নিয়ে এক আবেগঘণ পোষ্ট দেন। সেখানে জয়া লিখেন, ঐন্দ্রিলা কে আমি ব্যক্তিগত ভাবে চিনি না… তবে ওই কিছু মানুষ থাকে না, যাদের দেখলেই কেমন যেন জীবন ঝকমকিয়ে ওঠে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ও ঠিক তেমনি জীবন হয়ে আমার কাছে ধরা দিয়েছে বারবার। সব সময় মুখে উজ্জ্বল হাসি, জীবনীশক্তি তে দৃপ্ত চোখ, জীবনের প্রতি মুহূর্ত আদর করে বেঁচে নিচ্ছিল মেয়েটা; সঙ্গে বাঁচার আসল মর্ম টুকু শিখিয়ে যাচ্ছিল আমাদের প্রতিনিয়ত।
কি হবে জীবন, যদি তা এমন অন্ধকার দিনে ব্যথিয়ে না ওঠে… আজ ওর শেষ যাত্রায় যে অসীম অনুপ্রেরণা রেখে গেল ঐন্দ্রিলা, তাতেই শান্তি আসুক… এমন অনুপ্রেরণা ভেন্টিলেশনের হাজার সুঁচকে বারবার বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে যাওয়ার ক্ষমতা রাখে।। সেই অসীম ক্ষমতায় ঐন্দ্রিলা আজ জয়ী… মৃত্যু, শোক, ওকে ছুঁয়ে নতুন অর্থ পেল। ভাল থেকো লড়াকু মেয়ে, মনের মাঝে জীবন চেতনা হয়ে অমর থেকো আজীবন।
উল্লেখ্য, ঐন্দ্রিলা শর্মা কলকাতার ধারাবাহিক নাটকে জনপ্রিয়তা পেয়েছিলেন। কালার্স বাংলার ‘ঝুমুর’ সিরিয়ালের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। এরপর স্টার জলসার ‘জীবন জ্যোতি’, সান বাংলা টিভির ‘জিয়ন কাঠি’ ইত্যাদি সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।