বিনোদন ডেস্ক : হুমা কুরেশি ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘ডাবল এক্সএল’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটির ট্রেইলার প্রকাশ হওয়ার পর থেকেই বেশ আলোচনায় রয়েছে এটি। নারীদের ভারী স্বাস্থ্য ও প্রতিকূলতার গল্প নিয়ে নির্মিত সিনেমাটির ট্রেইলারটি বেশ সাড়া ফেলেছে।
হুমা বলেন, ‘‘সমাজ আমাদের একটি নির্দিষ্ট ওজনকে সুন্দর বা গ্ল্যামারাস হিসেবে বিশ্বাস করার শর্ত জুড়ে দিয়েছে এবং আমাদের সেটি বিশ্বাস করিয়ে যাচ্ছে। ’’ একজন নারীর ওজনের সঙ্গে গ্ল্যামারের কোনো সম্পর্ক নেই, এমনটাই জানালেন এই অভিনেত্রী।
kalerkantho ‘ডাবল এক্সএল’-হুমা ও সোনাক্ষী
তিনি আরো বলেছেন যে তিনি তাঁর নতুন চলচ্চিত্র ‘ডাবল এক্সএল’ দিয়ে মেয়েদের সাহায্য করতে চান। সিনেমাটিতে মেয়েদের জন্য বিশেষ বার্তা রয়েছে। সিনেমায় হুমার সঙ্গে আরো আছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। সিনেমাটির মাধ্যমে ক্রিকেটার শিখর ধাওয়ানেরও বলিউডে অভিষেক হচ্ছে।
সম্প্রতি জিনিউজের একটি প্রতিবেদনে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে যেখানে হুমা বলেছেন, “কেউ যদি গ্ল্যামারাস বোধ করেন এবং আত্মবিশ্বাসী থাকেন নিজের প্রতি, তাহলে নিজের গ্ল্যামার দেখাতে পারেন। পিতৃতন্ত্র এবং সমাজ আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে বেশি ওজনের একটি মেয়ে সুন্দর বা গ্ল্যামারাস নয়। এই ধারনা থেকে বেরিয়ে আসতে হবে। ’’
তিনি আরো বলেন, ‘আমাদের এই ধারণাগুলো দূর করার উপযুক্ত সময় এসেছে। এছাড়া আমি অনুভব করছি যে আমার পেশাগত অনেক দায়িত্বও রয়েছে। যেহেতু আমি এমন একটি শিল্প থেকে এসেছি যেখানে গ্ল্যামার আমাদের পেশার একটি অপরিহার্য দিক, তাই আমার পক্ষ থেকে দেওয়া বার্তা অন্য মেয়েদের সাহায্য করতে পারে যারা তাদের ওজন নিয়ে হতাশায় ভোগেন। নিজেদের ভিন্ন ভাবেন। ’
এই বছরের শুরুতে নিজের আসন্ন সিনেমাটি সম্পর্কে কথা বলতে গিয়ে হুমা পিটিআইকে বলেছিলেন, ‘আমার আসন্ন সিনেমা ‘ডাবল এক্সএল’ একটি গুরুত্বপূর্ণ এবং বিনোদনমূলক চলচ্চিত্র। সামাজিক পরিবর্তনগুলো বাণিজ্যিক এবং পারিবারিক বিনোদনমূলক চলচ্চিত্রের মাধ্যমেই ঘটে, এটা আমি বিশ্বাস করি। ’
দুর্দান্ত ডিজাইনের সঙ্গে আকষর্ণীয় ফিচার নিয়ে বাজারে আইকিউও জেড৬ লাইট
নারীদের ওজন ও আত্মবিশ্বাস এবং প্রতিকূলতার সাথে লড়াই নিয়ে ভিন্ন ধাঁচের এক গল্পের চলচ্চিত্র ‘ডাবল এক্সএল’ আগামী ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। মুদাসসার আজিজ রচিত এবং সত্রম রামানি পরিচালিত সিনেমাটি মহিলাদের ওজন নিয়ে কুসংস্কারপূর্ণ সমাজে বসবাসরত দুজন স্বাস্থ্যবান নারীর দুঃসাহসিক কাজ নিয়ে নির্মিত হয়েছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।