বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : একসঙ্গে ৪টি ইলেকট্রিক বাইক লঞ্চ করল ওলা। স্কুটারের পাশাপাশি এদিন নজরকাড়ল ত্রুজার, রোডস্টারের মতো অত্যাধুনিক ব্যাটারি বাইক। এতদিন সংস্থার স্কুটারের কথাই শুনে এসেছে দেশের মানুষ। সেই বাজার ধরে রাখার পাশাপাশি টু হুইলার বাজারে পা জমাতে এদিন এই মোটরসাইকেলগুলি সামনে এনেছে সংস্থাটি।
ভারতে ধীরে ধীরে ইলেকট্রিক বাইকের বাজারে বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক পর্যায়ে অনেক সংস্থাই মাঠে নেমেছে। এই দৌড়ে নতুন খিলাড়ি ওলা ইলেকট্রিক। সংস্থার ইলেকট্রিক বাইকগুলিতে কী ফিচার্স রয়েছে চলুন জেনে নেওয়া যাক।
ত্রুজার
লং রাইডের পাশাপাশি শহরের সীমানার মধ্যে চালানো জন্য আদর্শ এই ইলেকট্রিক বাইক, বলে দাবি করেছে সংস্থা। বাইকের চেহারা বেশ আধুনিক রেখেছে ওলা। বাইকের লুক অনেকটাই জনপ্রিয় সংস্থা Ducati থেকে অনুপ্রাণিত। এক রিপোর্ট অনুযায়ী, এই বাইকে 200 থেকে 250 কিলোমিটার রেঞ্জ পাবেন রাইডাররা। বাইকের কার্ভ টেললাইট নজরকাড়তে পারে রাইডারদের। দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক।
অ্যাডভেঞ্চার
লং ট্রিপ যেমন বাইকে চড়ে লাদাখ টুরে অনেকেই যাওয়ার ইচ্ছা রাখেন। শুধু লাদাখ নয় বাইকে চেপে লং ট্রিপে যাওয়ার মধ্যে একটা আলাদাই রোমাঞ্চ রয়েছে। সেই অভিজ্ঞতা দিতেই আনা হয়েছে এই ইলেকট্রিক মোটরসাইকেল। যেখানে নেই তেল ভরার ঝক্কি, ব্যাটারি ফুল চার্জ দিয়েই যাওয়া যাবে অনেকটা পথ।
রোডস্টার
এই মোটরসাইকেলটি মূলত তরুণ-তরুণীদের জন্য যারা একটু আকর্ষণীয় মোটরসাইকেল পছন্দ করেন। শহরতলীর মধ্যে ঘুরে বেড়াতে এই বাইক আদর্শ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাইকের সম্পর্কে বেশি কিছু তথ্য না জানানো হলেই এটির দু চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক সঙ্গে চেইন ড্রাইভ সিস্টেম। বাইকে মিলবে 5 ইঞ্চি ডিসপ্লে।
ডায়মন্ড হেড
এটি সংস্থার ফ্ল্যাগশিপ অর্থাৎ সবথেকে দামি মোটরসাইকেল হতে চলেছে। এটির ডিজাইন অনেকটা টেসলা সাইবার-ট্রাকের অনুরূপ। তুখোড় চেহারার পাশাপাশি এতে মিলবে অত্যাধুনিক ফিচার্স। মিলবে ডিজিটাল ড্যাশবোর্ড, ডুয়াল ডিস্ক ব্রেক ইত্যাদি।
এদিন লঞ্চ ইভেন্টে এই বাইকগুলি প্রসঙ্গে সংস্থার সিইও ভাবিস আগারওয়াল বলেন, 2024 সালের মধ্যে ইলেকট্রিক মোটরসাইকেলগুলি লঞ্চ করতে পারে ওলা। তাঁর ঘোষণায় ইঙ্গিত পাওয়া গিয়েছে, যে শুধু ভারতে নয়, বিশ্ব বাজারেও মোটরসাইকেলগুলি বিক্রি করতে পারে ওলা।
সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ইলেকট্রিক মোটরসাইকেলগুলি রিজার্ভ করে রাখতে পারবেন ক্রেতারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।